নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর যে প্রান্তেই থাকি জেনো দেখা হবে
হ্মণিকের জন্য হলেও দেখা হবে,
হয়তো চলন্ত বাসে অথবা দু'টি ভিন্নমূখী ট্রেনের সমান্তরালে একে অন্যের অতিক্রমের ফাঁকে....
দেখা হবে;
হয়তো দেখা হবে ফার্মগেট অথবা গুলিস্থানে
পিকেটারের দেওয়া আগুনে জ্বলে পুড়ে অঙ্গার হয়ে
ভাষাহীন চোখে পেয়েও হারাবার অশ্রু নিয়ে,
হয়তো তীর্থ যাত্রীদের ভীরে পদপৃষ্ট হবার ঠিক আগ মুহূর্তে....
দেখা হবে |
হয়তো দেখা হবে মহাযুদ্ধ কিংবা প্রলয়ের শেষে
জয়ী অথবা পরাজীত বেশে,
হয়তো শৃংখলিত দিনে অথবা সংকটময় পঁচিশে মার্চের মত ভয়াল কোন নিকষ রাত্রিতে...
দেখা হবে |
যদি সুসময় এ জীবনে আর কখনো না আসে
তবু জেনো দেখা হবে
হয়তো অবেলায় হারানো কোন চেনা পথে
হয়তো মূমুর্ষ জীর্ণ ভিখেরী বেশে..,
দেখা হবে|
যদি না পারি পৌঁছাতে ঠিক সময়ে তোমার ঠিকানাতে
করোটি ভেদ করে ছুটে যায় আততায়ীর তপ্ত সীসের বুলেট
কবরের অন্ধকারে যদি অস্থি মাংস মিশে যায়
সে আঁধার যদি চেনা রাতের থেকেও গাড়ো হয়
তবু দেখা হবে,
জেনো ঠিক দেখা হবে
এই পৃথিবীতে না হোক অন্য কোন পৃথিবীতে....
দেখা হবে |
২| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০০
মিষ্টি মেয়ে বলেছেন: দেখা হবে আর কেয়ামতের দিনে..
ভালো লেগেছে।
৩| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৭
বোকামানুষ বলেছেন: ভাল লেগেছে
৪| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৬
shfikul বলেছেন: আমারও ভালো লেগেছে
©somewhere in net ltd.
১| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৯
মিষ্টি মেয়ে বলেছেন: দেখা হবে কেয়ামতের দিনে..
ভালো লেগেছে।