নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

এন ইসলাম রনি

এন ইসলাম রনি › বিস্তারিত পোস্টঃ

বিচ্ছেদের পরে

০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

তুমি আমায় বলেছিলে, "প্রতীক্ষায় থেকো

মিশনারি স্কুলের মাঠের কোণে

কোন এক বিকাল চার টায় আবার দেখা হবে

ছুটির শেষে,

ক সেকশন খ সেকশনের ব্যবধান আর কত....

প্রতীক্ষায় থেকো"



আমি প্রতীক্ষায় থেকেছি তীব্র ক্ষুধা বুক ফাঁটা তৃষ্ণা নিয়ে

তার থেকেও তৃষ্ণার্ত প্রতীক্ষায় থাকা চোখে,

আমি প্রতীক্ষায় থেকেছি |

আমি প্রতীক্ষায় থেকেছি ১৪৪টা ঋতু সঙ্গি করে

প্রতিটা ছুটির শেষে

রোদ বৃষ্টি শীতে

আমি প্রতিক্ষায় থেকেছি ;

প্রায় তৃষ্ণায় চোখ ফেটে নামেছে জল অজানা শোকে

সার্টের দু হাতায় মুছেছি ওদের

কিছু জায়গা পেয়েছে অজান্তে মিশনারি স্কুলের মাঠের নিঃস্ফলা বুকে

তবু আমি প্রতীক্ষায় থেকেছি,

প্রতীক্ষায় থেকেছি

ছুটির শেষে

কোন এক বিকালের |



এখন আমায় ঘিরে বিবর্ণ মৃত ঘাস গুলো রূপান্তিত হয়েছে সজাল বৃক্ষে

মিশনারি স্কুলের মাঠ ঘন অরণ্যে

আমার চব্বিশ টি বসন্ত পেরিয়ে গেছে প্রতীক্ষায় থেকে,

এখন আমার তৃষ্ণার্ত মৃত চোখে শুধুই খর চৈত্র

রুক্ষ চুলে বৈশাখী প্রলয়

তারপর ও তৃষ্ণার্ত মৃত চোখ প্রতীক্ষায় দাড়িয়ে থাকে

পরিত্যক্ত মিশনারি স্কুলের জংলা মাঠে কোণে

তুমি আমায় বলে ছিলে প্রতীক্ষায় থেকো বলে;

ক সেকশন খ সেকশনের ব্যবধান আর কত ?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.