নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি শুধু আমিই হব
রোদ বৃষ্টি খরতাপে পুশবো সন্ন্যাস
বাউন্ডুলে হয়ে ঘুরবো পথে পথে অচেনা রোদে
তবু ঘেমে নেয়ে ক্লান্ত হব না
কোন আকর্ষনে জড়াবো না
পিপাশার্ত কাকের মত গলা ডুবাব না দেহের টানে
বাঁধবো না ঘর, ডাকবো না সঙ্গি হতে বসন্তের কোকিলের মত কাউকে উদাত্ব আহ্বানে
বাকিটা জীবন কাটিয়ে দেব বাউল বেশে পথে পথে নিরাশ্রয়ে
খুঁজবো না অমরত্ব কিংবা অমৃত ওষ্ঠ মাঝে ওষ্ঠ পুরে
চাতক পক্ষীর মত চেয়ে থাকবো না চার চোখের মিলনের দিকে;
আমি শুধু আমিই হব
জড়াবো না কোন বন্ধনে
কারো চোখের মাঝে পড়বো না বাঁধা,
রাখবো না পিছুটান
না নারীর না স্রোতস্বিনীর |
২| ১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৩
না পারভীন বলেছেন: +++ আমিও ভালো লাগা রেখে গেলাম!
৩| ১২ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০২
স্নিগ্ধ শোভন বলেছেন:
রাখবো না পিছুটান
না নারীর না স্রোতস্বিনীর |
৩য় ভালোলাগা।
+++
©somewhere in net ltd.
১| ১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৪
ৎঁৎঁৎঁ বলেছেন: রাখবো না পিছুটান
না নারীর না স্রোতস্বিনীর |
সুন্দর! ভালো লাগা রেখে গেলাম!