নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি আসবে বলে তাসের আড্ডা ভেঙ্গে দেই
উল্টিয়ে দেই জিতে যাওয়া দাবার বোর্ড
ছুড়ে ফেলে সদ্য জ্বালানো সিগারেট ছুটে যাই সেলুনে
কেটে ফেলি বায়ান্ন দিনের না কাটা দাড়ি
সন্যাস ব্রত ত্যাগ করে ঘরে ফিরি;
তুমি আসবে বলে মেস ঘরের গুমট বাতাস, ঘূণধরা জাম কাঠের চৌকি, বন্ধা জানালার ঝুল কালি
সব কিছু কেমন আপন মনে হয়
যেন ওরা পরম মমতায় ছিলো আমার ই ফেরার প্রতিহ্মায়
যেমন ছিলো তোমার, আমার আত্মায় |
ভালোবেসে ফেলি এ ঘরের প্রতিটা অসঙ্গতি
এমন কি ঘরের কোনের রুগ্ন টিকটিকি টা কেও
কারন একটাই তুমি আসছো যে এখানেই আজ ঠিক বিকেল পাঁচ টায় |
তুমি আসবে বলে ২১সর্দার পাড়ার খুপরী মেস ঘর টাকে পরম আত্মীয়ের মত বুকের মাঝে জাপটে ধরে শোনাতে ইচ্ছে করে হৃদস্পন্দন
লোনা উঠা দেওয়াল জুড়ে ইচ্ছে করে লিখেফেলি কোন অনবদ্য কবিতা
যেখানে থাকবে শুধু তোমার কথা;
তুমি আসবে বলে মেসের খালার অখাদ্য রান্না কে মনে হয় বেহেস্তি পোলাও
নোংরা আয়রন জমা হলুদ পানি টাকে মনে হয় এক গ্লাস অমৃত্য,
মুগ্ধ চোখে দেখি মাকরসা রা কি শৈল্পিক দক্ষতায় বিছিয়েছে জাল এই ৫২ দিনেই ঘরের প্রতিটা কোনে
ক্ষুদ্র বটের চারা গেঁথেছে শেকড় প্লাস্টার ওঠা বাথরুমের কঠিন ইটের দেওয়াল ভেদে
আমিও ঠিক ছাড়বো শেকড় অমন করে প্রতিটি হৃদ কোষে
বাঁধবো তোমায় ঠিক অমন করে ভালোবাসার কোন অনন্য শৈল্পিক জালে
দরকার হয় শিখে নেব ওদের কাছ থেকেই
কি প্রয়োজন কি অধ্যাবসায় |
তুমি আসবে বলে বলে দিয়েছি বাতাসের কানে কানে
আজ ঝড় আসুক, আসুক প্রলয়
ইলেকট্রিসিটি র প্রতিটি থাম
উড়ে যাক
সারা শহর ডুবে যাক আঁধারে
সেন পাড়া, বড় বাজার সব ডুবে যাক আকস্মিক জলোচ্ছাসে,
বলে দিয়েছি আজ আমার চাই শুধুই, শুধুই বৈশাখী প্রলয়
মুখোমুখি বসে চার চোখে চেয়ে থাকার অখন্ড সময় |
২| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:১১
না পারভীন বলেছেন: শুভ নববর্ষ প্রিয় কবি ।
৩| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:১১
না পারভীন বলেছেন: শুভ নববর্ষ প্রিয় কবি ।
©somewhere in net ltd.
১| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৭
টানিম বলেছেন: চরম চরম চরম