নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি আকাশ দেখে বলো -সুন্দর
আমি দেখি শূণ্যতা
তুমি পাখিদের ডাক শুনে বলো -সুন্দর
আমি শুনি দূর্বোধ্য ভাষাহীন ধ্বনি
তুমি ফুল দেখে বলো -সুন্দর
আমি দেখি শুধুই ঝোপঝাড় কাটা
তুমি প্রজাপতি দেখে বলো -সুন্দর
আমি দেখি শুয়োপোকা, ছুঁলেই ঘা;
তোমার এলো চুল দুরন্ত বাতাসেরা করেদিলে এলোমেলো
তুমি মুখ থেকে সরাতে সরাতে ওদের বলো -অসহ্য
আমি বলি সুন্দর, এর থেকে সুন্দর আর কিছু না |
©somewhere in net ltd.
১| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর নিয়ে সুন্দর কবিতা।
ভালোলাগা।
শুভ নববর্ষ!!!