নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এভাবেও ফিরে আসা যায়
তুমি যেভাবে ফিরে এলে গর্বিত পায় !
প্রতারনার সব খেলা তুমি আমায় নিয়ে এককালে খেলেছো
ঘৃণা হওয়া উচিত ছিলো তারপর ও কোথায় যেন চোরা আনন্দ স্রোত বয়ে গেল
ফিরে এসে যখন ই চৌকাঠে পা রেখেছো;
এভাবেও ফিরে আসা যায় পরিত্যক্ত খেলায়
আত্ম অহঙ্কার অটুট রেখে বিজয়ীর ভূমিকায় !
নতজানু দাসানুদাস মন
এক মুহূর্তে ভুলে গেছি কি বিষ না তুমি মিশিয়ে ছিলে বাতাসে
কি উপেক্ষা না দেখিয়ে ছিলে দু চোখে অনল জ্বেলে
করেছিলে ভালোবাসার কন্ঠমূল থেকে তপ্ত লাভার স্খলন
ভুলে গেছি সব তোমাকে রাণী থেকে সম্রাজ্ঞী মেনে;
পৃথিবীতে কিছু মানুষ থাকে যারা স্বভাব-কাঙ্গাল
কেউ বাঁধতে এলেই সর্ব শরীর বাড়িয়ে কঠিন শিকলে বাঁধা পড়তে চাই
পোড়াতে এলেই কিটপতঙ্গের মত ঝাঁপিয়ে পড়ে অগ্নিকুন্ডে
ভুল জেনেও এক ভুল থেকে নতুন ভুলে পা বাড়ায়
আমি হয়তো তাই ।
©somewhere in net ltd.