নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ঘরে মুখোমুখি বসে
কত ঝড় ভেঙ্গে পড়েছে জানালার কপাটে
কত বৃষ্টি ধুঁয়েছে ওটার কাঁচে
কত আলো দপ করে জ্বলে উঠে নিভে গেছে
কত রাত পার করেছি মুখোমুখি ঘোলাটে গোধূলি শেষে
গাঢ় থেকেও গাঢ় আঁধারে চোখের ভিতর চোখ খুঁজে |
এখন বসি পাশাপাশি হৃদযন্ত্রমূলের খুব কাছাকাছি
এখন খুব ছোঁয়াছুয়ি
চাইলেই শুনতে পারি রক্তের প্রবাহ ধ্বনি
এখন একে অন্যের দেহ মানচিত্র হাতে নিয়ে ঘুরি
চাইলেই বলে দিতে পারি কোন লোমকূপ ঘাম ঝরায় কত খানি;
এখন চোখ নেই,
আলোর মাঝে আগুন জ্বেলে অন্ধত্ব আড়াল করি
মুখোমুখি বসি না বসি পাশাপাশি
দুই হৃদযন্ত্রের মাঝে দূরত্ব বলতে পাঁজর টুকুই বাকি |
©somewhere in net ltd.