![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এবার যখন ই দেখা হবে বলে দেবো তোমায় ওটা
যা অসুখের মত রয়েছে জমা,
যা চোখের মাঝে পিন ফোটায়
মনের মাঝে কাটছে আচড় সারাবেলা ই,
বলে দেবো তোমায় এবার ওটা
বলে দেবো এক কথায় ‘ভালোবাসি’
শব্দ টা ঠিক ওটাই
তুমি যদি চমকে উঠো তাতে
যদি বলো 'সম্ভব না' অথবা এড়িয়ে যাও
যদি বামন চাঁদের গল্প শোনাও
আমি ভয় পায় না সে উপেক্ষা
চোখ রাঙাবে আর কত মেঘমালা
কত আর দেখাবে খরা
বৃষ্টি হয়ে তো পড়বে এই পায়ের কাছেই
ঢেকে দিতে মাটির বুকের ঘা |
২| ২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৫
কান্ডারি অথর্ব বলেছেন:
বলে দেবো এক কথায় ‘ভালোবাসি’
৩| ২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৮
সেলিম আনোয়ার বলেছেন: আমি ভয় পায় (পাই ) না সে উপেক্ষা...পা ই হবে তাই না।
কবিতা ভাল লেগেছে।সুন্দর্ ।চালায়া জান কবি।
৪| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:০১
সায়েদা সোহেলী বলেছেন: আমি আপনার কবিতার ডিপোজিট একাউন্ট এর সাথে পরিচিত । কিন্তু কি করে সেটা বলছি না
আপনার কয়েকটি লেখা বাদে বেশিরভাগ ই আমার ভালো লেগেছে । এইটাতেও+
৫| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:১৭
ফালতু বালক বলেছেন: valo laglo....
৬| ২৩ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:০৫
রাইসুল খান বলেছেন: ভালো লাগলো।
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫১
শাহজাহান মুনির বলেছেন: কবিতায় প্রথম ভাললাগা।