নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

এন ইসলাম রনি

এন ইসলাম রনি › বিস্তারিত পোস্টঃ

চারকোণ

২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:১০

১.

স্বপ্নের অপার্থিব জগত্‍ জুড়ে শুধু ই পেয়েছি তোমায়,

দেখেছি তোমায় হৃদয় মঞ্চের ভারকেন্দ্রে দাঁড়িয়ে সঞ্চালকের ভুমিকায়,

বিস্মিত হয়েছি সব খানে তোমার অবাধ পদচারণায়,

শিরা উপশিরা ধমনী অলিন্দ নিলয়, প্রতিটা অঙ্গ প্রতঙ্গ সব খানে গর্বিত শাষকের ভূমিকায় !

যদিও আমি সেখানে শুধু ই দর্শক

নতজানু এক নগণ্য প্রজা ই,

তবু স্বস্তির নিঃশ্বাস ফেলেছি আনুগত্য মেশানো এক অবাক স্বাধীনতায় !



২.

যে কবিতা লেখে তোমায় নিয়ে সারাবেলা

যে পাখি গানগেয়ে করে তোমার বন্দনা

সে তোমার চোখে হয়তো একটু বেশি ই প্রিয়

আমি তো তেমন কেউ নই

মাঝ নদীর ঢেউ নই

নীলকন্ঠ পাখি নই

নই রূপালী রাতের জ্যোত্স্না

আমি তো ডাকি না, তবু তুমি আস কেন ?

মরা জ্যোত্স্নায় নির্ঘুম চোখে তুমি আর এসো না....



৩.

আমি ব্যথাকে লুকিয়েছি আর্দ্রতায়

চোখের জলকে ধুয়েছি বৃষ্টি আর কুয়াশায়

অ্যাশট্রেতে জমিয়েছি ছাই

আমি সিগারেট ছাড়াও হৃদয় টাকেও পোড়াই

জীবন কে ক্ষয়িয়ে ফেলি সস্তা স্যান্ডেলের তলার মত হেঁটে হেঁটে অচেনা সব অন্ধকার রাস্তায়

মধ্যদুপুরেও চোখ কান বন্ধ

করে মধ্যরাতের ভেঙ্গে যাওয়া স্বপ্নকে ইচ্ছেমত মেলায়

প্রিয়তমার হাতে রাখি হাত

অন্যকে সরিয়ে তার পাশে দাড়ায়

ঋজু দৃঢ় স্বৈরাচারী প্রেমিকের ভূমিকায়

তার চোখে রাখি চোখ

তারপর.... ভেঙ্গে দুমড়েমুচড়ে যায় !



৪.

কতজন মিশেছে মাটির সাথে

কতজন জ্বলে পুড়ে হয়েছে ছাই

কতজন চলে ফেরে হাসে ভিতরে একবুক জ্বালা বয়ে যায়

কতজন পেয়েছে স্বর্গসুখ তবু ও ভেতরে কোথায় যেন একটু শূণ্যতায়

ওটা কি এখনো বুঝি না বলে চলি আগুন থেকে একটু দূরত্ব বজায়

উঁচুতে উড়ি না থাকি মাটির কাছাকাছি ই

অন্য সবার ভাঙ্গা গড়া দেখে বাঁচি

এর থেকে বেশি আর কি বা পারি

আসলে আমি বাস্তব থেকে একটু বেশি ই স্বপ্নচারী |

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:১২

বোকামন বলেছেন:

ভারকেন্দ্রে দাঁড়িয়ে সঞ্চালকের ভুমিকায়
কবি, আমার শুভকামনা জানবেন।

২| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৮

ৈতয়ব খান বলেছেন: কতজন মিশেছে মাটির সাথে
কতজন জ্বলে পুড়ে হয়েছে ছাই


শুভেচ্ছা জানবেন
তৈয়ব খান

৩| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:
অসাধারন সব কবিতা ভাই। দুর্দান্ত।

পোস্টে ++++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.