নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

এন ইসলাম রনি

এন ইসলাম রনি › বিস্তারিত পোস্টঃ

অবিন্যাস্ত অনুকাব্য -৩

২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:১৬

১.

যখন ডুবে গেছে পঞ্চমীর চাঁদ ছেড়ে আকাশ টা কে,

তখন সব হারিয়ে ভালোবাসি কি করে বলি তাকে.....



২.

কি করে ভাবলে আবার পাবে আবেগ গুলো আগের মত

যে ঘুড়ি একবার সূঁতো ছেড়ে

তা কি আর অক্ষত থাকে খুঁজে পেলে ?

যে আয়না একবার ভাঙ্গে

তাতে কি আর কখনো প্রতিবিম্ব মেলে ?



৩.

বাতাস গুলো তোমার খোঁজে এদিক থেকে ওদিক ছোটে শ্বাস কষ্টে এদিকে কারো জীবন সঙ্গীন হয়ে উঠে





৪.

থাকুক তোমার একটু স্মৃতি থাকুক পাঁজরের ভাঁজে ব্যথা না হয় একটু বেশি ই লাগুক



৫.

আজ ভালোবাসবে না তবে কাল ই বেসো

অমাবশ্যার পর জ্যোত্‍স্না ছড়িয়ে একটু না হয় হেসো



৬.

আমি আজো দৈনিক তোমাকে হারিয়ে নিজেকে ভাবি এক পরাজিত সৈনিক



৭.

প্রথম দেখার পর থেকে সেই চোখ সরেনি

মুখ ফোটেনি

বুক ভরেনি দেখে

তলিয়ে গেছি অষ্টপ্রহর নষ্ট আবেগে



৮.

হাত বাড়াতে হাত কাঁপলো

মন বাড়াতে নয়

দিন গড়িয়ে রাত বাড়লো

তর্ক হলো কেউ হাসলো কেউ কাঁদলো

চোখের জলে কেউ ভাসলো

মন শুধুই অপেক্ষায় থাকলো এই বুঝি সন্ধি হয়

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: খুব ভালো লাগলো!

২| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৫

ৎঁৎঁৎঁ বলেছেন: অসাধারন! মুগ্ধ পাঠ!

এই রকম লেখা আরও চাই!

৩| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৩

সুফিয়া বলেছেন: ভালো লাগল।

Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.