![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১.
যখন ডুবে গেছে পঞ্চমীর চাঁদ ছেড়ে আকাশ টা কে,
তখন সব হারিয়ে ভালোবাসি কি করে বলি তাকে.....
২.
কি করে ভাবলে আবার পাবে আবেগ গুলো আগের মত
যে ঘুড়ি একবার সূঁতো ছেড়ে
তা কি আর অক্ষত থাকে খুঁজে পেলে ?
যে আয়না একবার ভাঙ্গে
তাতে কি আর কখনো প্রতিবিম্ব মেলে ?
৩.
বাতাস গুলো তোমার খোঁজে এদিক থেকে ওদিক ছোটে শ্বাস কষ্টে এদিকে কারো জীবন সঙ্গীন হয়ে উঠে
৪.
থাকুক তোমার একটু স্মৃতি থাকুক পাঁজরের ভাঁজে ব্যথা না হয় একটু বেশি ই লাগুক
৫.
আজ ভালোবাসবে না তবে কাল ই বেসো
অমাবশ্যার পর জ্যোত্স্না ছড়িয়ে একটু না হয় হেসো
৬.
আমি আজো দৈনিক তোমাকে হারিয়ে নিজেকে ভাবি এক পরাজিত সৈনিক
৭.
প্রথম দেখার পর থেকে সেই চোখ সরেনি
মুখ ফোটেনি
বুক ভরেনি দেখে
তলিয়ে গেছি অষ্টপ্রহর নষ্ট আবেগে
৮.
হাত বাড়াতে হাত কাঁপলো
মন বাড়াতে নয়
দিন গড়িয়ে রাত বাড়লো
তর্ক হলো কেউ হাসলো কেউ কাঁদলো
চোখের জলে কেউ ভাসলো
মন শুধুই অপেক্ষায় থাকলো এই বুঝি সন্ধি হয়
২| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৫
ৎঁৎঁৎঁ বলেছেন: অসাধারন! মুগ্ধ পাঠ!
এই রকম লেখা আরও চাই!
৩| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৩
সুফিয়া বলেছেন: ভালো লাগল।
Click This Link
©somewhere in net ltd.
১|
২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৩
আজ আমি কোথাও যাবো না বলেছেন: খুব ভালো লাগলো!