![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যতোই ব্যথিত হও
যতোই আঘাত পাও
যতোই ধ্বংশের মাঝে থাকো
তারপর ও শেষে যে আঘাত করে পাশবিক আঘাতে
যে নিষ্ঠুরতায় সম্পর্ক ভাঙ্গে
যে পশুর ও যোগ্য নয়
তাকেই পাবে পাশে নিজেকে জানাতে |
যদি তোমার সব লুট হয়ে যায় কোন বসন্তে
যদি কেউ বিশ্বাস নিয়ে ভাগে
যদি রৌদ্দুর বিনিময়ে ঢেকে দেয় গভীর কৃষ্ণপক্ষ এসে
তারপর ও শেষে, সে লুটেরা বর্বর প্রতারকে ই দেখবে সহব্যথী হতে |
যদি পথ হারাও ডাক পাবে- "এদিকে"
কান পেতে রেখো
যদি দিকভ্রান্ত হও উত্তাল সমুদ্রে
কেউ ঠিক ই বাতি জ্বালাবে
চোখ খুলে রেখো
যদি তোমার দীর্ঘ্য অনিদ্রায় কাটে শোক চিহ্ন নিয়ে
শান্তনা পাবে, ক্ষতয় শুশ্রুষা ;
ধ্বংশের মাঝেও ঘুমাতে পারো তুমি নিশ্চিন্তে একমাত্র মানুষের কাছে ই
মানুষ ই তোমার যোগ্য আশ্রয় না অরণ্য না পর্বত গুহা |
জেনো তোমার ব্যথায় একমাত্র মানুষ ই কাঁদে
তোমার আঘাতে একমাত্র মানুষ ই ব্যথিত হয়
তোমার ধ্বংশে প্রতিরোধী হয়ে সাহসের সাথে পাশে একমাত্র মানুষ ই দাড়ায়
মানুষ ই তোমাকে অমর করে যুগ যুগ ধরে পিতা থেকে পুত্রে
হৃদয়ে নাম লিখে করে চির অক্ষয়;
যেখানে যাও বিশ্বাস রেখো মানুষ কে পাবে
মানুষ ই ধ্বংশ করে মানুষ ই গড়ে
মানুষের হাতেই জীবন মৃত্যু প্রলয় |
©somewhere in net ltd.