![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিষন্ন ঘাসের থেকে মুখ তুলে দেখি আকাশের নীল হয়েছে ফিকে
জ্যোত্স্না নেমেছে বিকেলের শেষে
নিস্তব্ধ প্রান্তর মুখরিত হঠাত্ ই ঝিঁ ঝিঁ দের ডাকে,
ওরা একটানা এই কোরাসে কি একে অন্যকে ডাকে !
নাকি বিলাপের সুরে বিরহ ঢাকে ?
এখনো কি কেউ কথা রাখে
মন দিয়ে মন বাঁধে ?
আমি তো দেখি না কাছে পিঠে কেউ এমন আছে !
তবে চাঁদ কেন আজো জ্যোত্স্না বিলাতে নামে
যেখানে শব্দেরা ঝাঁপসা হয়
অপেক্ষায় সব বিকেল ফুরায় ?
©somewhere in net ltd.