![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যেখানেই যায়
পাশে শুনি আরো একজনের চলার শব্দ
যে বাতাসে শ্বাস নেই
তাতেই মিশে থাকে কোন চেনা ফুলের ঘ্রাণ
সূর্যের প্রখর রোদেও দ্রুত পথ না হেঁটে
বার বার পিছু ফিরে দেখি একটা ছায়া যেন আমাকে অনুসরণ করে ঠিক ই
বদ্ধ ঘরের বাতাসেও টের পাই দ্বিতীয় কারো নিঃশ্বাসের উপস্থিতি,
আমি যেখানেই যায় যে পাত্রেই মন রাখি
সব খানেই, সবার মাঝেই এখন তোমাকে দেখি |
এখন পদার্থের সব তত্ত্ব ভুল হয়ে যায়
প্রতিফলন প্রতিসরণ প্রতিধ্বনি,
কোন নিয়ম ই কোথাও মানে না;
এখন শঙ্খ তে কান পাতলে
ভাঙ্গনের শব্দ শুনি
ঢেউ এর শব্দ শুনি না,
এখন আয়নার সামনে দাড়ালে শুধু তোমাকে ই দেখি
নিজেকে দেখি না |
©somewhere in net ltd.