![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১.১
ঝড় আসবে তবে আসুক
আসুক জলোচ্ছাস নিয়ে
ভূমিকম্পের মতো উঠুক কেঁপে মাটি
পাহাড় ধসে যাক নদী তীর ভেঙ্গে যাক দূরত্ব বাড়লে বাড়ুক
ঝড় তো এমনিতেই আসে প্রকৃতির নিয়মে
পাহাড় ক্ষয়ে যায় ধীরে ধীরে
দু পাড়ের দূরত্ব বাড়ে নদী খরস্রতা হলে
তবে কিসের ভয় কালো মেঘ দেখে
যেখানে অন্ধকারেই বাস করি
হাতরে হাতরে পথ চিনে নিয়ে আরো অচেনা আঁধারের দিকে চলি;
সেখানে কিসের ভয় দূরত্ব আর একটু বেশি হলে
পাশাপাশি ই তো থাকি বিস্তর ব্যবধানে |
ঝড় আসবে আসুক
ঝড় নিয়েই তো চলি বারো মাস বুকের মাঝে
এখন আর ভয় পাই না ওসব ঝড়ে
না জলে না স্থলে
না অন্দরে না অন্তরে |
১.২
ব্যথা দেবে, তবে তাই দাও
ভাবছো বুক ফেঁটে যাবে -ভুল
রক্তক্ষরণ হবে -ওটাও ভুল
ভাবছো দিন রাত গুলো ক্ষত চিহ্নিত হবে সব নক্ষত্র'রা নিভে কৃষ্ণপক্ষেহারাবে -সব ই ভুল
নক্ষত্র'রা নেভে না বরং আলো কেও নিজের করে ওরা হয়ে উঠে আগ্রাসী
বুক কখনো ফাটে না
সে চির সহিঞ্চু সব ব্যথা সে পুষে রাখে
বেঁধে রাখে তার কঠিন হৃদপেশী দিয়ে
সব আঘাত তার ক্ষুদ্র পিঞ্জরে
রক্তক্ষরণ কখনো ই হয় না সেখানে
সে ডানের কষ্ট বায়ে করে
চালনা করে উদ্ধ পশ্চাত্তে |
ব্যথা দেবে তবে তাই দাও
লাগবে না সহানুভূতি পূর্ণ কোন পথ্য প্রেসক্রিপশন
ক্ষুদ্র মোমের আলো তাড়াতে পুঞ্জিভূত অন্ধকার,
মেঘ যদি ঘনায় তবে বৃষ্টি ঠিক ই নামে
রাতের আঁধার একসময় ঠিক ই
আলোতে মেশে
ব্যথা দেবে দাও ওটা বুকেই রাখবো সে চির সহিঞ্চু |
১.৩
পাথর হয়ে গেছি যেন কিংবা তার থেকেও কঠিন কিছু
এখন কাঁদায় না আমায় কোন ব্যথা এককালের প্রিয়জনের শোক
এখন অভিমান ঝরে পড়ে না দেহ-মনের শত সহস্র ছিদ্র দিয়ে
আগুন জ্বালে না কোন বিনষ্ট ফাগুন
শুলেই ঘুমিয়ে পড়ি, বালিশ নরম কি কঠিন ভাবি না
ডান পাশ ফিরে শুলে জেগে উঠে নিজেকে ডান পাশেই দেখি
যেন একটা পাথর কিংবা তার থেকেও কঠিন কিছু
নড়েও না চড়েও না শুধু বয়ে চলে নিরব যাতনা |
©somewhere in net ltd.