নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

এন ইসলাম রনি

এন ইসলাম রনি › বিস্তারিত পোস্টঃ

পৌনঃপৌণীক-২

০৭ ই মে, ২০১৩ দুপুর ১২:৫০

২.১

আগুন সে তো সব ই পোড়ায়

তবে নিজে সে অবিনাশী

কিছু আগুন শিখা হীন জ্বলে

কিছু আগুন পুড়ে ছাই করে

কিছু আসলে জ্বলে না

ঘূণ পোকার মত কুঁড়ে খায়

স্নায়ু অস্থি মাংস অথবা হৃদয় |



২.২

মস্ত বড় ভুল করেছি শক্ত পাথর ভেঙ্গে

যেমন খুশি নাড়ছো এখন

গড়ছো ইচ্ছেমত নরম কাঁদা ছেনে |

পাথর ছিলাম না মোমের পুতুল,

দ্বিতীয় টা হলে তো সলতে শেষে নিভেই যেত

কিন্তু নিভলো না তো দহন জ্বালা,

বোধহয় পাথর ই ছিলাম

তাই হয়তো আজো

জ্বলছে আগুন পাথরের ঘর্ষনে |



২.৩

তুমি আমার চোখের দিকে তাকাও

তোমাকে একটি কবিতাও পড়তে হবে না

কবিতাদের পাবে ওখানে;

তুমি আমার চোখের দিকে তাকাও

কি ব্যথা পুষেছি কি যন্ত্রনা তুমি এক মুহূর্তে সব বুঝে যাবে

কোন চিঠিতে জানাতে হবে না তা লিখে

তন্ন তন্ন করে সারা পৃথিবী চষে খুঁজতে হবে না কোন নীলপদ্ম

ওখানেই পাবে ওদের

আজো দু চোখে সরোবর নিয়ে বসে আছি

এক বুক মন পোড়া ছাই নিয়ে|

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.