নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

এন ইসলাম রনি

এন ইসলাম রনি › বিস্তারিত পোস্টঃ

পৌনঃপৌণীক-৩

১১ ই মে, ২০১৩ রাত ১০:৩৫

৩.১

তুমি যা বলবে আমি তাই করবো

ঠিক তাই করবো

কসম একশো কবিতার;

তুমি যদি বলো, "গলায় দড়ি দিয়ে ঝুলে যাও"

তবে ঝুলে থাকবো

তুমি যদি বলো, "এটা বিষের পেয়ালা পান করো"

তবে তা হাসি মুখে নিঃশেষে চুষে নেব

তুমি যদি বলো, "পাহাড় থেকে লাফিয়ে নামো"

পাহাড় কেন চাইলে হিমালয় থেকেই লাফ দেবো

তুমি যদি বলো, "খোদাকে মেনো না"

তবে মানবো না

তুমি যদি বলো, "আমাকে ভুলে যাও"

তবে তা পারবো না |



৩.২

আমি আর আহত হবো না

যদি কেউ মনের দরজা না খোলে

হাতের ফুল হাতেই শুকিয়ে গেলে

আহত হবো না সখের খাঁচায় যদি শুধু ই শূণ্যতা মেলে |

বৈশাখে যদি কৃষ্ণচূড়া আর না জ্বালে আগুন

প্লাবনের নদী যদি আর কখনো বান না ডাকে ভরা বর্ষায়

আমি আর আহত হবো না;

যদি টুনটুনি তার ছানাদের কাছে না ফেরে

বসন্তের কোকিল যদি সারা দুপুর ডেকে ডেকে সারা না পায়

বছর শেষে যদি অতিথী পাখিরা না আসে পরবাসীনির স্পর্শ নিয়ে ডানায়

চঞ্চুতে "ভাল আছো?" অথবা কোন এক শব্দের ই বার্তা নিয়ে সফেদ পায়রা যদি পথ না চিনে চলে যায় অন্যের ঠিকানায়

আমি আর আহত হবো না |



আহত হবো না যদি কেউ একান্ত ব্যক্তিগত ডায়রী চুরি করে পড়ে ফেলে অথবা হারায়

যদি কেউ ভুল বোঝে

শিয়রের রৌদ্দুর বিনিময়ে পূর্ণিমাও শুষে নিয়ে চলে যায় ফেলে ঘোর অমাবশ্যায়;

আমি আর আহত হবো না,

শোক চিহ্ন সাজিয়ে রাখবো না অনিদ্রিত চোখের নিচে

অনেক আহত হয়েছি অনেক আঘাতে

অনেক মর্মে মর্মে জ্বলেছি অনেক প্রত্যাক্ষানে

এবার হয় নিহত হবো নয়তো সুদে আসলে শোধ নেব |



৩.৩

এখন আর চিনতে পারি না, মুখও থাকে না মনে

হয়ে গেছি স্মৃতিভ্রষ্ট সজ্ঞানে,

বয়স গেছে বছর গেছে স্মৃতি বদ্ধ করে লক্ষ কোটি নিউরনে

এখন সে সব ভুলে যায় এক মুহূর্তে চোখ বন্ধ করে;

ভুলে যায় কার মুখ দেখেছিলাম

কোন মুখ ছিলো প্রিয়

কার হাত ছুঁয়ে ছিলাম

কোন হাত ছেড়ে গেল;

ভুলে যায় কার কাছে কি চেয়েছিলাম

কি দিয়েছিলাম কিবা পেয়েছিলাম প্রতিদানে,

ভুলে যায় কোথায় কোন সংঘাতে কে ভেঙ্গে ছিলো মন কি নিষ্ঠুর আঘাতে

সব ভুলে যায় চোখের আড়াল হওয়া মাত্র ই স্মৃতি মুছে মুহূর্তের ব্যবধানে|

এখন মিটিয়ে দিয় সব দেনা বিনা বাক্য ব্যয়ে

যে যা দাবি নিয়ে আসে |

এখন সব ভুলে গিয়ে সুখে থাকি

স্মৃতিভ্রষ্ট মানুষ মাত্র ই সুখী |

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৩ রাত ৯:০৭

না পারভীন বলেছেন: ৩।২ , খুব ভাল লেগেছে ।

অনেক সুন্দর । আরো ভাল লেগেছে



এখন সব ভুলে গিয়ে সুখে থাকি
স্মৃতিভ্রষ্ট মানুষ মাত্র ই সুখী |

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.