![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি যে পথ পেছনে ফেলে যাও
সেখানেই ভাঙ্গনের চিহ্ন গেথে যায়
সেপথেই পথিক দিক ভ্রান্ত হয়
সেপথের বাতাসে ই হাহাকার উঠে;
যে বাগান একবার ছোঁও ও কোমল হাতে
তারপর ফিরেও দেখনা
সে বাগানে আর কখনো ফোঁটে না গোলাপ
ঝরে যায় তার চিরবসন্তের যুগ
নিরবিচ্ছিন্ন খরায় ঢেকে যায় তা কাঁটা গুল্ম আগাছায়;
তুমি যে শান্ত নদী'র একবার জল তোল
সে ই মরে যায়, পরিনত হয় পরিত্যক্ত নর্দমায়
নয়তো জোয়ারে ফুঁসে ওঠে
তীর ভাঙ্গে
প্রবল আক্রোশে লোকালয় মিশিয়ে দেয় মাটির সাথে;
তুমি যে বুকে মাথা রাখো সেখানেই অঙ্গুরিত হয় স্বপ্নের বীজ
তারপর তারা সে বুক কুরে খাই
হৃদপৃন্ডের অন্তঃস্থলে শেকড় নামায়
শুষে নেই প্রতিটি রক্ত বিন্দু;
তুমি যেদিকে চোখ ফেরাও
সেদিকে ই পৃথিবী পোড়ে
দু চোখে আজো জীবন্ত কোন আগ্নেয়গিরি নিয়ে চলেছি
তুমি এ চোখে শুধু একবার চোখ রেখেছিলে বলে |
©somewhere in net ltd.