নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

এন ইসলাম রনি

এন ইসলাম রনি › বিস্তারিত পোস্টঃ

পৌনঃপৌণীক-৪.২

১৬ ই মে, ২০১৩ সকাল ৯:০০

তুমি যে পথ পেছনে ফেলে যাও

সেখানেই ভাঙ্গনের চিহ্ন গেথে যায়

সেপথেই পথিক দিক ভ্রান্ত হয়

সেপথের বাতাসে ই হাহাকার উঠে;

যে বাগান একবার ছোঁও ও কোমল হাতে

তারপর ফিরেও দেখনা

সে বাগানে আর কখনো ফোঁটে না গোলাপ

ঝরে যায় তার চিরবসন্তের যুগ

নিরবিচ্ছিন্ন খরায় ঢেকে যায় তা কাঁটা গুল্ম আগাছায়;

তুমি যে শান্ত নদী'র একবার জল তোল

সে ই মরে যায়, পরিনত হয় পরিত্যক্ত নর্দমায়

নয়তো জোয়ারে ফুঁসে ওঠে

তীর ভাঙ্গে

প্রবল আক্রোশে লোকালয় মিশিয়ে দেয় মাটির সাথে;

তুমি যে বুকে মাথা রাখো সেখানেই অঙ্গুরিত হয় স্বপ্নের বীজ

তারপর তারা সে বুক কুরে খাই

হৃদপৃন্ডের অন্তঃস্থলে শেকড় নামায়

শুষে নেই প্রতিটি রক্ত বিন্দু;

তুমি যেদিকে চোখ ফেরাও

সেদিকে ই পৃথিবী পোড়ে

দু চোখে আজো জীবন্ত কোন আগ্নেয়গিরি নিয়ে চলেছি

তুমি এ চোখে শুধু একবার চোখ রেখেছিলে বলে |

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.