![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক তুমি প্রেম শেখালে এবার আমার কাছেও খানিক টা শেখো
দেখো কি করে হাতে হাত রাখি
কি ভাবে ওষ্ঠ বাড়ায়
কি করে আমি চোখের সামনে থেকে চোখের মাঝে দাড়ায় |
এ হাত শিল্পের হাত, এ হাত ই স্বর্গ নরক গড়ে
এটাকে অশ্লীল বলে চোখ সরিও না
দেখতে থাকো এ আদিমতা কি করে পায় শৈল্পিকতা
কি করে প্রাণ জাগায় এ ভাষ্কর এর হাত রুক্ষ পাথর কেটে
কি করে দৃঢ় গিরি খাদ রূপান্তরিত করি জলপ্রপাতে
নাভিমূল থেকে তুলে আনি কস্তুরী মৃগ বিশ্ব অরণ্য তোলপাড় করে,
দেখতে থাকো....
দেখতে থাকো কি ভাবে উষর মরুভূমি তে জীবন দিয়
প্রতি লোমকূপ থেকে নামায় দূরন্ত স্রোতস্মিনী
মাটির দেহ সর্বস্ব থেকে উবর্ষী;
এ হাত শিল্পের হাত এতে তোমার দেহ মানচিত্র রাখো
অনেক তুমি প্রেম শেখালে
এবার আমার কাছ থেকে শেখো |
©somewhere in net ltd.