নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু দীর্ঘশ্বাস জমা থাকবে এ বুকে
কিছু নিঃসরিত হবে হয়তো অবচেতনে
কিছু অশ্রু ঝুলে থাকবে স্বচ্ছ কাঁচের মতো চোখ জুড়ে
কিছু হয়তো অগোচরে ঝরে পড়বে এক বিন্দু জলের দেনা শোধে
এ ঝড় বৃষ্টি শেষে পাতা ছুঁয়ে কোন নিশুতি রাতে টুপ করে
তারপর ভুলে যাবো,
ভেবো না এর থেকে বেশি কিছু নেবো
দেখো ঠিক ভুলে যাবো
প্রতিশ্রুতি গুলো ভেঙ্গে বিশ্বাস ঘাতক হবো
যেমন তুমি স্বপ্নদের ভেঙ্গেছো ভুলেছো প্রতিঙ্গা সব
এক বিন্দু অশ্রুর দামে আমাদের প্রেম যেখানে
হয়ে গেছে ভুল দেবতার বর রুপি শাপ;
আমি ভুলে যাবো
ভুলে যাবো দুঃস্বপ্নের ভয়াল হিংস্র দাঁত
তোমার দেওয়া ভুল আবেগের আঘাত
সব ভুলে যাবো স্বপ্নদের মুছে
এক বিন্দু অশ্রুর দেনা শোধ করে কোন এক নিশুতি রাতে |
©somewhere in net ltd.
১| ২১ শে মে, ২০১৩ রাত ১০:৩৭
স্বপ্নবাজ অভি বলেছেন: ভুলে যেতে পারলেই ভালো ! শুভকামনা !