নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাত রাখি সেখানেই যেখানে তুমি গ্রিলের ফাঁকে হাত রাখো আকাশ দেখার ছলে
এ হাত পাতি সেখানেই যেখানে তোমার চুল ছুঁয়ে বৃষ্টি নামে,
আমি হাত রাখি মধ্যরাতের দর্পনে
যেখানে তুমি এক হাতে চিরুনী নিয়ে সিগ্ধ চিত্রে নিজের মাঝে ডুবে আঙ্গুলে জড়াও চুল,
যে উপন্যাসের পাতারা অলস দুপুরে তোমার আঙ্গুলের স্পর্শ পায়
আমি হাত রাখি সেখানে ই,
হাত রাখি বুকের মাঝে
যেখানে স্বপ্নেরা বেড়ে উঠে স্ফিত হয় দীর্ঘশ্বাস
যেখানে বোধেরা দেয় উজার উড়াল,
এ হাত রাখি সেখানেই স্পর্শের খোঁজে |
২| ২২ শে মে, ২০১৩ সকাল ১০:৫২
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভাল লেগেছে।
©somewhere in net ltd.
১| ২২ শে মে, ২০১৩ সকাল ১০:২০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সুন্দর লেখা! শুভ সকাল।