![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমায় ভুলি কি করে
আমি তো বৃক্ষ নই এক বসন্তের পাতা ঝরিয়ে অন্য বসন্তে সাজাবো ডাল
মাটি ভেদ করে নামাবো শেকড়
এক স্তর থেকে আর এক স্তরে |
তোমায় ভুলি কি করে
আমি তো চাঁদ সওদাগরী জাহাজ নই
এ বন্দরের স্মৃতি মালামাল নামাবো অন্য বন্দরে
তুলে নেব রত্ন হীরা জহরত হৃদয় হাটে হাটে বেঁচে |
তোমায় ভুলি কি করে
আমিতো পশ্চিমা মেঘ নই
এক আকাশ থেকে অন্য আকাশে যাবো
তোমার ভুলে অন্য ভূমিতে বৃষ্টি নামাবো;
তোমায় ভুলি কি করে.....
©somewhere in net ltd.
১|
২৯ শে মে, ২০১৩ বিকাল ৫:৩০
কান্ডারি অথর্ব বলেছেন:
সুন্দর