নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি করে ভালোবাসবো বলো
বৃক্ষ হীন বৈশাখী দিনে যদি একটু ছায়ার আশ্বাস না পাই
কাল বৈশাখী যদি শুধু ভাঙ্গে ঘর
তছনছ করে অসময়ে সমাগত নবান্নের উঠান,
কি করে ভালোবাসবো বলো
কি করে ?
যদি পূজোর ফুল শুকিয়ে যায়
বৈরী বাতাসে বারেবার নিভে যায় প্রদীপ
কি করে করবো আরাধনা
সহজ বৃষ্টির মধ্যে অবিকল ভেজা কাকের মত টেলিগ্রাফের তারে পথ চেয়ে ভিজে
কতকাল অন্যের চাপা হাসির পাত্র হবো
কি করে রাত জাগা পাখির মতো সারারাত নির্ঘূম ভাঙ্গা গলায় ডেকে যাবো,
কি করে ?
কি করে ভালোবাসবো বলো
উজান ডিঙ্গি বেয়ে এতো পথ এসে যদি ভেসে যায় ভাটার টানে
বালুচরে যদি নীরহারা কপতের মত ই মেনে নিতে হয় সমাধি
প্রজাপতি যদি শুয়োপোকা হয়ে কুঁড়ে খাই সাজানো বাগান;
কি করে ভালোবাসবো বলো ?
কতো কাল না ঝড়ে থাকবে ভোমড়ের আশায় বৃন্তে মুকুল,
কতো বার কড়া নেড়ে সাড়া না পেলেও বার বার ফিরে আসা যায়
হওয়া যায় কাঙ্গাল ভিক্ষুক
কি করে ভালোবাসবো বলো
এতোটা উপেক্ষা সয়ে কতটা নির্লজ্জ হলে ভালোবাসা যায় ?
©somewhere in net ltd.