নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এ বার তুমি ভালোবাসতে পারো
অনেক যুদ্ধ শেষে বসিয়েছি দুর্ভেদ্য তারকাটা সীমান্তে
এখন আর ঘর গড়তে হবে না একের পর এক পাথর টেনে
এখন ইট কাঠ পাথরেরা হারিয়েছে উপযোগীতা
নাগরিক কোলাহল মুছে দিয়েছি নিয়ে নিসর্গতা;
এ বার তুমি ভালোবাসতে পারো,
এ বার আর কারো কল্পিত ছায়া দেখবে না
প্রহরীর মতো জেগে থাকতে হবে না চোখে নিয়ে বিষন্নতা
কখন কে আসে যায় মুছে ফেলো ওসব ভয়
সন্দেহ নিয়ে কি ভালোবাসা হয় ?
এ বার তুমি ভালোবাসতে পারো তোমার মতো,
এখন শুধু তুমি;
তোমার জন্য ছেড়েছি স্মৃতির শহর পৈত্রিক ভূমি
বন্ধু শুভাকাক্ষী স্কুল থেকে ভাসির্টির ক্যাম্পাস জুড়ে ছিলো যত প্রিয়দর্শীনি
এই পরবাসে শুধু এখন তোমাকেই চিনি
এ বার তুমি ভালোবাসতে পারো
©somewhere in net ltd.
১| ২৯ শে মে, ২০১৩ রাত ৯:৪৩
হাসান বৈদ্য বলেছেন: তোমার জন্য ছেড়েছি স্মৃতির শহর পৈত্রিক ভূমি
বন্ধু শুভাকাক্ষী স্কুল থেকে ভাসির্টির ক্যাম্পাস জুড়ে ছিলো যত প্রিয়দর্শীনি
এই পরবাসে শুধু এখন তোমাকেই চিনি
এ বার তুমি ভালোবাসতে পারো
ভালো লেগেছ।