নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখেছিলাম কোন এক কালে অনন্ত নক্ষত্রের তলে
বয়ে চলা জ্যোত্স্না নদীতে পা ডুবিয়ে থাকা
কোন এক হরণীর প্রতিচ্ছবি
বাতাসের টানে কেঁপে উঠা কম্পিত জলে,
দ্বিতীয় বার তাকে দেখিনি সেখানে
তবে তার পায়ের ছাপ ধ্রুব সত্যের মত বসে গিয়েছিলো অন্য কোন নদী তে অন্য কোনখানে|
তার কাছে ফেরার চেষ্টা ছিলো সব ব্যস্ত দিনের মাঝেও
অবশেষে
অনেক ক্লান্ত দুপুর পেরিয়ে এলাম ফিরবো বলে
ফিরবো বলে অনেক ঘুরে পূর্ব থেকে পশ্চিম চীনের প্রাচীর ছুঁয়ে
সিন্ধু গঙ্গা সাঁতরে এলাম
অনেক ঝড়ের শেষে;
অনেক বিমর্ষ রাত পেরিয়ে এলাম
আলতাই কারাকোরামের মৃত পাথুরে পথে
মৃত্যু চেয়েছিলো যেখানে সঙ্গী হতে
চোখ রাঙ্গিয়ে ছিলো লু হাওয়া বন্ধুর গোবি থরের সে সব মরুতে,
তার থেকে ও বন্ধুর ছিলো মানুষের বাধা
সে সব ই পেরোলাম, প্রকৃতি সমাজ সব এড়ালাম
ফিরেই এলাম এতোটা বাধা তুচ্ছ করে
সে জ্যোত্স্না নদীর জলের টানে
মরতে মরতেও বেঁচে;
অরণ্য থাকার কথা ছিলো অথচ পেলাম বিরান ভূমি
যেখানে নেই আর সেই হরিণী
স্বপ্ন চারিনী হরিণীরা কখনো ধরা দেয় না বোধ হয়
আড়াল থেকে এক বার ই চোখের সামনে দাঁড়ায় |
©somewhere in net ltd.