![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এ দেহ মানচিত্র যখন নিয়েছো হাতে
তবে তাকে পুরো টা চেনো
এটা ? এটাতো চুল যাকে দু ভাগ করে তুমি রক্ত নদী নামিয়ে নাম দাও সিঁদুর;
এটা হাত, মুঠো খুলে দেখো
ওখানে'র ও গুলো শত জনমের ভুল আবেগের স্মৃতি রূপে পাওয়া জমানো দাগ;
এবার তুমি যেখানে হাত রাখলে ওটা আঙ্গুল
যে আলপোনা আঁকে যে স্পর্শ করে বাতাসে তোমার কালো নিশানার মতো উড়তে থাকা এলো চুল;
ওটা ওষ্ঠ, নিষিদ্ধ আকর্ষনে যে এগিয়ে যায় তোমার কাছে তিরষ্কৃত হয়,
ওটা তো কপাল অভাবের সমুদ্রে কার্তিকের অনটন;
কি হলো ওখানে কি পেলে ?
ওটা তো বুক যেটা জ্যান্ত পশুর মত প্রতি মুহূর্তে ফোঁসে,
সেকি হাত সরালে কেন
ক্ষত দেখে চমকালে যেন
হা হা হা.... না, ব্যথা পাবো না
এর থেকে অনেক ব্যথা ওখানে জমা |
২| ০২ রা জুন, ২০১৩ রাত ১১:৫২
ভালো পোলা বলেছেন:
©somewhere in net ltd.
১|
০২ রা জুন, ২০১৩ সকাল ১০:৫২
কান্ডারি অথর্ব বলেছেন: