![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১.
তুমি কি ঋতু ভোলা ফুল
১২মাস সারা বেলা গন্ধ বিলানো বকুল ?
তুমি কি জমিয়ে রাখো ঝরা পাতা
বসন্তের স্মৃতি ধরে মৌল গানে গাঁথো বিরহী শব্দের কবিতা ?
আমি তো নীলকন্ঠ পাখি নই বারবার ফিরে এসে ডেকে যাবো, সাত সমুদ্রের ঢেউ নই যে উপকূলে বালু'র বুকে মুক্ত ভরে ঝিনুক রেখে যাবো
আমি আমি ই, আমি সব ভুলে যাবো
তার পর এ ডাল থেকে ও ডালে উড়ে যাবো
আমাকে চেতনার বেড়া জালে যে ভাবেই বাঁধো
২.
নীলিমা কে তো যায় না ধরা
মুহূর্তেই সে হারায়
কোন দুরাশায় হাত বাড়িয়ে ধরতে তাকে বৃষ্টিমাঝে দাড়ায় ?
আমার উঠানে ঝরলেই তো সে আমার কেউ নয়,
উঠান পেড়োলেই চোখের আড়াল
সে অন্যকারো হয়
৩.
তোমার দেবার জন্য অনেক কিছু
অনেক সময় ধরে
ভেবে পাইনি কিছুই দেবার সময়
কি বলো তুমি নেবে
কাক চক্ষু দিঘি নাকি একলা পাখির ঝিল
পরম রোদের আলতো ছোঁয়া
নাকি বৃষ্টি মাখা দিন;
তোমায় দেবার অনেক কিছুই ছিলো
ছিলো অখন্ড জীবন
কুয়াশা জড়ানো সকাল জুড়ে উষ্ণ চায়ের ওম,
ভেবে পাইনি কিছুই দেবার সময়
মন রেখেছি অচেনা ভয়ে ধরে
অবশেষে আজ ওটাই দেবো
বলো কি তুমি নেবে ?
৪.
এখন আর তোমাকে ভালোবাসি না
সত্যি বলছি এখন মনে হয় নিজেকে বাসি তার থেকে বেশি
কিংবা নিজেকে না সৃষ্টি কে
অনেক প্রত্যাক্ষাণ দেখেছি অনেক অবঙ্গা
এটা হয়তো অভিশাপ কোন শুকিয়ে যাওয়া ঘা
©somewhere in net ltd.