নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

এন ইসলাম রনি

এন ইসলাম রনি › বিস্তারিত পোস্টঃ

মধ্যাহ্ন

০৩ রা জুন, ২০১৩ দুপুর ১২:৪৯

সৌরলোকে আমি অবিন্যাস্ত চুলের দৃঢ় প্রত্যয়ী সংগ্রামের প্রতীক

ঝকঝকে দিনের উজ্জ্বল যুবক,

রাত গাঢ় হলেই আমি আদিম কৃষক সৌরভূমির কর্ষিত বুকে যার ফলন্ত শস্যের ক্ষেত,

উন্মাদ পুরুষের কুত্‍সিত কামনাকে যে রূপ দেয় কালজয়ী শিল্পে |



সৌরলোকে আমি মুক্তির স্লোগানে ফেঁটে পড়া বিক্ষোভ

স্বৈরাচারীর ভৃত্তিমূল কাঁপিয়ে দেওয়া পরমাশ্চার্য বিষ্ফোরক,

রাত গাঢ় হলেই আমি উত্তাল সমুদ্রের কালো জলে রূপালী বালু

মহাকাল যাকে ভাসিয়ে নিয়েছে তার জন্য রচনা করি মায়াবী দ্বীপ |



সৌরলোকে আমি দুর্ভেদ্য অজেয় পর্বত

অষ্টাদশীর হৃদয় চেড়া দীর্ঘশ্বাস,

রাত গাঢ় হলে ই আমি এক অন্য মানব,

যে পৃথিবীকে কাছে চাই

খানাখন্দ সাঁকো সুড়ঙ্গ পেড়িয়ে খুঁজতে থাকে উষ্ণতার মন্দির |



সৌরলোকে আমি মৃত্যু ভয় তুচ্ছ করে লুকায়িত গুপ্তধনের সন্ধানে সমুদ্রে ঝাপিয়ে পড়া সুদক্ষ প্রেমিক,

রাত গাঢ় হলেই আমি অন্তঃসার শূণ্য যৌবনের ধরে রাখা এক স্থির চিত্র

কবিতার উপেক্ষিত রুগ্ন পুরুষ |

মন্তব্য ৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৩ দুপুর ১:০০

তৌফিক জোয়ার্দার বলেছেন: অসম্ভব সুন্দর একটি কবিতা। এই অলস মধ্যাহ্নের ক্লান্তিময় নি:সঙ্গতাকে বাঙ্ময় করে তুলল।

২| ০৩ রা জুন, ২০১৩ দুপুর ১:৩০

তরুন তুর্কী বলেছেন: ভীষন...... ভীষন ভালো ।

৩| ০৩ রা জুন, ২০১৩ বিকাল ৫:০০

এরিস বলেছেন: কালভেদে মানুষের রূপের ভিন্নতা খুব সুন্দর করে দেখিয়েছেন। কিছুটা আক্ষেপ, কিছুটা কটাক্ষ নিজের প্রতি, কিছুটা ব্যর্থতার গ্লানি মিশিয়ে কবিতাটি অভ্যন্তরীণ ভিন্নমাত্রার আদলে। ভালোলাগা জানিয়ে গেলাম। :) কবিতায় প্লাস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.