![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যতো বার ভুলে যাবো ভাবি
ভুলে যাবো এটাই ভুলে বসি
দূরে যাবো ভেবে কিছুদূর এগিয়েই থমকে দাড়ায়
কানপাতি, কেউ ডাকলো বোধ হয়
নিজেকে বলি বাতাসের গর্জনে শুনি নি হয়তো তার ডাক
নয়তো জলের স্রোতে,
মাটির অভ্যন্তরেও তো কত প্রাণীর বাস
তাতেও শব্দ হয়,
পেছনের শব্দ টা এসবে চাপা পড়ে আছে বোধ হয় |
অভিমানের নদী হয়ে কিছুদূর গড়িয়েই ভাবি গেলে তো চলেই গেলাম সমুদ্রের কাছে
আর কিছুক্ষণ থাকি না হয়
যাবো টা কোথায় |
যতোবার যাবো ভাবি আরো শিকড় গজিয়ে উঠে
নিজেই নিজের সামনে গড়ে তুলি অভেদ্য দেয়াল
পেছনে ফেরা ছাড়া পথ থাকে না
পেছনে ছাড়া দৃষ্টি চলে না,
ভুলে যাবো ভুলে মুহূর্তের ভেতর সারা পৃথিবী ফেলে ছুটে যায় তার কেছেই
সে এক সম্রাজ্ঞী'র মতো ক্ষমাহীন অন্তভেদী চোখে চেয়ে থাকে আত্মঅহংকারে
কাছে গেলেও বাধে না দূরে গেলেও যেন তার কিছু মাত্র যায় আসে না
সারা পৃথিবী তার সাম্রাজ্য তার অদৃশ্য শেকলে বাধা
আমার মস্তিষ্ক হৃদয় নগ্ন পা;
ভুলে যাবো দূরে যাবো
কিন্তু যাবো টা কোথায় ?
যতটা দূরে যায় তার থেকে বেশি ফিরে আসি
মাটিতে পা পুঁতে দাড়িয়ে পড়ি বৃক্ষের মতো,
নতজানু হই হাটু গেড়ে বসি
বলি ভালোবাসি ভালোবাসি,
ভালোবাসা ফেলে যাবো টা কোথায় ?
©somewhere in net ltd.
১|
১৬ ই জুন, ২০১৩ রাত ১১:১৮
কান্ডারি অথর্ব বলেছেন:
ভুলে যাবো ভুলে মুহূর্তের ভেতর সারা পৃথিবী ফেলে ছুটে যায় তার কেছেই
সে এক সম্রাজ্ঞী'র মতো ক্ষমাহীন অন্তভেদী চোখে চেয়ে থাকে আত্মঅহংকারে
কাছে গেলেও বাধে না দূরে গেলেও যেন তার কিছু মাত্র যায় আসে না
কবিতার চুম্বক অংশ। ++++++