নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

এন ইসলাম রনি

এন ইসলাম রনি › বিস্তারিত পোস্টঃ

বন্ধক

১৮ ই জুন, ২০১৩ দুপুর ১:৫৩

মনে পড়ে এক রোদের বিকেল খেলার ফাঁকে দৌড়ে আমি ঢুকে গিয়েছিলাম তোমার ছায়ায়

হঠাত্‍ করেই উলোট পালোট তোমার পুতুল বিয়ের খেলনা বাটি

তুমি খুব রাগ দেখালে

মায়ের কাছে নালিশ দেবে ভয় দেখালে

আমি তখন বাচ্চা ছেলে তোমার কাছে দুধের শিশু

তোমার পেছনে তখন থেকেই স্কুলের বড় ভাইদের লম্বা লম্বা লাইনের সেতু

আমি ওসব তখন কি বা বুঝি;

তখন যেন কি খেয়ালে বললে তুমি হঠাত্‍ করেই,

এই শোন বন্ধু হবি

তোর বন্ধুত্ব আমার কাছে বন্ধক দিবি ?

বন্ধু হতে কি বা ক্ষতি

অন্তু অনিক শুভ ওদের কেওতো বন্ধু জানি

উপরি পেলাম মজার নতুন কিছু বন্ধক দেওয়াতে;

অনেক বেলা কাটলো বেশ পুতুল বাড়ির গেট সাজিয়ে

মাটির বুকে জলরং আলপোনা একেঁ

চুল টানা টানি কান মলা তে |

তারপর হঠাত্‍ ই কখন যেন সব বদলে গেলো

এখন তোমার কাছে গেলেই আমার দম বন্ধ লাগে

তোমার ছায়ার অন্যকে দেখে ঈর্ষা জাগে

ভেতর বাহির পুড়তে থাকি অহর্নিশি তোমার একটু অবহেলাতে ই |

তোমার প্রেমের গল্প শুনে অন্ধকারে মেশে আমার রোদেলা দুপুর

সারা পৃথিবী জুড়ে এখন আমার শুধু ই অস্থির সুর

মস্তিষ্ক মাঝে আঁচড় কাটে হামলে পড়ে অচেনা বিষাদ

ভাবি এখন আমি মুক্তি নেব তোমার কাছে বন্ধকি মাল ফেরত চাবো

কিন্তু বাড়তে বাড়তে সুদে আসলে ঋণ

হয়েছে আজ অনেক কিছু

কি করে এখন আমি সে বন্ধক ছাড়ায়

কি করে বন্ধু

থেকে বলি ভালোবাসি তোমায়

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.