![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বভাবে ভীতু হলেও অনেক কঠিন মুহূর্তে দেখেছি নার্ভ শক্ত রাখতে পেরেছি | যুক্তি দিয়ে সব কিছুর ব্যখ্যা করতে চাওয়া আমার স্বভাব, কিন্তু অন্যের সমস্যার যুক্তি দিয়ে সমাধান করা গেলেও নিজের টা সমাধান কখনো ই নিজে করা যায় না | আজ আমার সাথে যা হয়েছে এটাকে অতিপ্রাকৃত না বলে পারছি না, কোন ভাবে যুক্তি দিয়ে এর সমাধান মেনে নিতেও পারছি না |
এটা আজ যে হঠাত্ করে হয়েছে তা না, এটার সূত্রপাত প্রথম ঘটে ছিলো গত মার্চের শেষে কিংবা এপ্রিলে| আমার চাচা দের বাসার বুয়াদের মুখে মুখে আমাদের বাসা নিয়ে অনেক আজগুবি গল্প প্রচলিত আছে আমি সে সব গল্পে যাবো না| আমরা বাসার সবাই এমনিতেই অনেক রাত পর্যন্ত জেগে থাকি, প্রায় দিন ই রাতের খাবার খেতে যায় রাত সাড়ে এগারোটার পরে| আমি যে দিনের কথা বলছি সে দিন বারোটার পরে ছাদের দরজা খোলা ছিলো, আমি আমার ঘরে, আম্মা ডাইনিং পরিষ্কার করছিলেন হঠাত্ স্পষ্ট শুনলাম কে যেন আম্মাদের ঘরের মেঝেতে হাটছে থপ থপ করে পা ফেলে, স্পষ্ট একটা ভারী পায়ের শব্দ | এর পর পর ই আম্মা বলে উঠলো, "এই কে কে "
এর পর ই কে যেন দ্রুত ঘর থেকে বেড়িয়ে ছাদে চলে গেল, যাবার সময় দরজায় বারি খেল|
ও ঘরে যেয়ে আম্মাকে বললাম কি হয়েছে, তিনি বললেন কিছু না | কিন্তু রাতে তাকে দেখলাম সবাই শুয়ে পড়লে আয়াতুল কুরসী পড়ে ঘরের দরজা জানালা বন্ধ কিনা দেখতে |
আমি মরার মতো ঘুমের ভান করে পড়ে থাকলাম | আম্মা আমার ঘরে ডিম লাইট জ্বালিয়ে দিয়ে গিয়েছিলো, এমনিতেই আমার রাতে ঘুমের সমস্যা আছে তারপর ঘর পুরো অন্ধকার না হলে আমি ঘুমাতে পারি না কিন্তু সে দিন কি মনে করে লাইট বন্ধ করলাম না | ভয় জিনিস টা সংক্রামক ব্যধির মতো, মনে হয় ভিতরে ভিতরে ভয় পেয়েছিলাম কিছুটা |
তারপর কিছুই হলো না, ছাদে যে দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে তা এ বাড়ি'র সবার পরিচিত সাধারন ঘটনা ও গুলা ছাড়া|
কিন্তু সেদিন আসলে কি কেউ ঘরের ভেতর এসেছিলো নাকি পুরোটা মনের ভুল ?
আসলে সে কি আসলেই চলেগিয়ে ছিলো ? জানি না, কিন্তু এরপর প্রায় দিন বাসায় একা থাকলে আমার বোন বলে ও বাথরুমে গেলেই কে যেন ঘরের ভিতর হাটে, চেয়ার নাড়াচাড়া করে, এক ঘরে থাকলে অন্য ঘরে ও এমন টা হয়|
এটা মনের ভুল ই ধরে নিতাম, এটা আমিও দেখেছি বাসায় একা থাকলে এমন মনে হয় আমরা কেউ এটা গুরুত্ব দেই নি |
কিন্তু গত সপ্তাহ দুই আগে সন্ধ্যায় একটা অদ্ভূত কান্ড ঘটলো, বাসায় আমি ছাড়া কেউ ছিলো না আমি আম্মুদের ঘর থেকে নিজের ঘরে ঢুকলাম আমার পেছনের জানালা খোলা ছিলো ওখান থেকে আলো আসছে, সামনের দেয়ালে দেখলাম স্পষ্ট দু'টা ছায়া !
একটা অবশ্যয় আমার, তাহলে অন্যটা কার ?
আমি ঝট করে পেছনে ফিরে জমে গেলাম, কে যেন আমার সাথে দাড়িয়ে আছে | কিন্তু কিছু বুঝে উঠার আগেই দেখি কেউ নেই | কে সে, তার চেহারার কোন বর্ননা আমি করতে পারবো না কিন্তু কেউ যেন ছিলো | আমার তখন জ্বর ভাবলাম এর জন্য হেলুসিয়েশান হয়েছে কাউ কে কিছু
ই বললাম না, তবে ঐ সময় ই দরজা বন্ধ খুলে সামনের দেয়ালে কয়টা ছায়া পড়ে দেখেছিলাম কিন্তু প্রতিবার একটা ই ছায়া ছিলো দ্বিতীয় কোন ছায়া ছিলো না|
পরীক্ষা চলছে বলে হয়তো এটা কে এতো পাত্তা দিই নাই ভুলেই গিয়েছিলাম কিন্তু আজ দুপুরে একা বাসায় বসে ছিলাম হঠাত্ ই মনে হলো ঘরে দ্বিতীয় আরো কেউ একজন আছে, তারপর ই একটা হাসির শব্দ, বৃদ্ধ দের মতো জড়ানো হাসি কিন্তু স্পষ্ট আর যেন আমার একদম কাছে| এটা কয়েক মুহূর্তের জন্য হয়েছে তা নয় বেশ অনেক টা সময় নিয়ে| এসময় আমার কি হয়েছিলো জানি না আমি পাগলের মতো কয়েকবার বলেছি, এই যা যা....
কিন্তু কেন বলেছি, কাকে বলেছি জানি না !
আই ডোন্ট ওয়ান্ট টু সে ইট টু
বি কন্টিনিউড, ডোন্ট ওয়ান্ট টু আনফোল্ড ইট
জাস্ট ওয়ান্ট দ্যা এন্ড |
©somewhere in net ltd.
১|
১৯ শে জুন, ২০১৩ রাত ১:০৪
সানফ্লাওয়ার বলেছেন: শুনেই আমার ভয় লাগছে। আমি ভীষণ ভীতু।