নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই শহরের ভালোবাসার ইতিহাসে আমার কোন জায়গা ছিলো না
অথচ কফি হাউজ রেস্তরা পাড়ার গলি পথ সব ছিলো ভালোবাসায় চিত্রিত,
আমি একা হেঁটে গেছি শহরের বাতিস্তম্ভের নিচ দিয়ে
যেখানে সন্ধ্যাকালীন প্রেম আলাপে মগ্ন প্রেমিক যুগল
পাশেই দেহপ্রসারিনী'র সাথে দর দামে ব্যস্ত অসুখি পুরুষ,
ঘরে ফিরেছি সে সব গলি পথ ধরে যেখানে নিয়মিত ব্যবহৃত হয় জন্মনিরোধক
কুমারীত্বের অভিশাপ কাঁটায় কিছুটা ক্ষুধার্ত মানুষ,
সে সব ফ্লাটে হয়তো আমিও থেকেছি যেখানে মাঝ রাতে ঘর ছাড়ে নারী পুরুষ শরীরি সম্মোহনে
নগ্নপুরুষ এর বুক দখল করে পরস্ত্রীর উন্মুক্ত চুল |
এই শহরে ভালোবাসা বড়ই বিচিত্র,
তার কড়ালগ্রাসী চুম্বন দখল নিয়েছে লাইব্রেরী শপিংমল ধাবমান অটোরিক্সার ভেতর|
ভালোবাসা এখানে নেশার মত মূল্যবোধের গলা চেপে ধরে নিষিদ্ধ আহবানে
ভালোবাসা বিকোয় এখানে প্রকাশ্য দরদামে |
২| ৩০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৮
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভালোবাসা এখানে নেশার মত মূল্যবোধের গলা চেপে ধরে নিষিদ্ধ আহবানে
ভালোবাসা বিকোয় এখানে প্রকাশ্য দরদামে |
৩| ৩০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৮
যাযাবোর বলেছেন: Thanks for ur nice post
৪| ৩০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:০১
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: বেশ !
৫| ৩০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৪
নাজমুল_হাসান_সোহাগ বলেছেন: "ভালোবাসা বিকোয় এখানে প্রকাশ্য দরদামে",ভালো বলেছেন ভাই।
৬| ৩০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:১২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার লাগলো।
৭| ৩০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৮
হৃদয় রিয়াজ বলেছেন: অসাধারণ। ভাল লাগল খুব। অল্প কথায় অনেক চমৎকারভাবে দৃশ্যপট ফুটিয়ে তুলেছেন।
৮| ৩০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৪
স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লাগলো !
৯| ৩০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
মুনসী১৬১২ বলেছেন: ++++++++++++
১০| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:০৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর++++
১১| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:২২
আখাউরা পূলা বলেছেন: আর যেখানে "সখ"এর যন্ত্রণায়
কিছু মানুষ মানসিক রোগী হয়ে পরে,
আর কিছু মানুষ উম্মুক্ত আকাশ খুঁজে বেরায়...
১২| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৬
গগণজয় বলেছেন: ভাল লাগল।
১৩| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১:১২
মিঠু জাকীর বলেছেন: কই ভালবাসা ? সারাটা কবিতায় শুধু শরীর!
১৪| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০০
মামুন রশিদ বলেছেন: ভালো লেগেছে ।
১৫| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৯
ৎঁৎঁৎঁ বলেছেন: ভালোবাসা এখানে নেশার মত মূল্যবোধের গলা চেপে ধরে নিষিদ্ধ আহবানে
ভালোবাসা বিকোয় এখানে প্রকাশ্য দরদামে |
ভালো লাগা রইলো কবিতায়!
©somewhere in net ltd.
১| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ২:০০
নাজিম-উদ-দৌলা বলেছেন: ভালোবাসা এখানে নেশার মত মূল্যবোধের গলা চেপে ধরে নিষিদ্ধ আহবানে [/sb
দারুন লিখেছেন। +++++