নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১.
কুয়াশার রাতে নিঃসঙ্গ দ্যুতিহীন ল্যাম্পপোস্টের মত
আলোহীন বিকেলের নির্জন দ্বীপের মত
বিলীন বনভূমির মত
একা বড় একা
উদাহরণহীন ঠিক আমার মত
থেকেছি কতটা রাত!
কতটা রাত নিশ্চল ছায়ার মত
শব্দহীন দীর্ঘশ্বাসের মত
মৌন পাহারের মত
অসীম নিস্তব্ধতায় মহাশূণ্যের মত
উদাহরণহীন অদ্বিতীয় শূণ্যতায়!
কতো টা রাত,বলো কতোটা রাত
এতোটা একা থাকা যায়?
কতোটা তফাত্ পাথর ও মানুষে?
২.
মাঝে মাঝে প্রায় ই আকাশের দিকে তাকায়
জ্যোত্স্না কিংবা অমাবশ্যার অন্ধকারে
অথবা দিনের চোখ ধাঁধানো রোদে
তাকে সব সময় আমার রহস্যময়ী মনে হয়
খুব বেশি উদার কিংবা বড় বেশি আত্মকেন্দ্রিক;
কিছু নেই তবু কি যেন আছে মাটি আর আকাশে
কাউ কে পরোয়া না করে রয়ে গেছে সে পৃথিবীকে চতুর্দিক ঘিরে !
তার বিশাল উদারতা আমি আত্মস্থ করতে পারিনি,
হতে পারিনি তার মত আত্মকেন্দ্রিক ও..
আকাশ কে পাব না জানি
হয়তো তোমাকে পেতে পারি,
হয়তো নয়..
তাই আকাশ থেকে কিছুটা নিলাম,
আমাদের মাঝেও কিছু নেই তবু কি যেন আছে
আছি আকাশ আর মাটির মত ই বিস্তর ব্যবধানে|
৩.
একটা কবিতা লেখার জন্য কখনো কখনো জেগে ওঠে এতোটা তৃষ্ণা,
এতোটা অস্থিরতা,
আমি ভাবতেও পারি না !
আমি তো এটাও ভাবতে পারি না
আমি কার জন্য লিখেছি এতো দিন,
কিসের জন্য !
প্রেম তো ছিলোনা কখনো,
ঘরের মাঝে ছিলো না কোন বিরহের চিহ্ন
ছিলো না কারো দেওয়া কথার শেকল
তবু কি সে প্রতিঙ্গার মত বেঁধে রেখেছে আমায়
আমার সকল মৌনতায় !
জানি না,
জানি না,
শুধু জানি, আমার মন খারাপের ক্ষণ গাঢ় দাগে এঁকেছি কবিতায় !
৪.
মাঝে মাঝে কি হয় জানি না
পৃথিবীর বুকে দাড়িয়েই পৃথিবীকে বুড়োআঙ্গুল দেখাতে ইচ্ছে করে,
প্রিয়জনকে চরম উপেক্ষা|
ভেতরে ভীষণ অগ্নিকুন্ড জ্বেলে
সবটুকু অনুভূতি সরিয়ে নেই
সরিয়ে নেই ভালোবাসা
জেগে থাকি অসীম রাত..
মাঝে মাঝে কি হয় জানি না !
বানের জল নেমে গেলে পড়ে থাকে খড়কুটো
পলির বুকে কচুরির ফুল
আমার কিছু ই থাকে না
হাহাকার করে শুকনো নদী|
মাঝে মাঝে কি হয় জানি না !
৫.
রাতে মন্দিরের পূজাঅর্চনা, লেট নাইট নাটকের সংলাপ, ওয়াজমহাফীল
ভাঙ্গা ভাঙ্গা ভাবে ভেসে আসে,
কোথা থেকে জানি না,
হয়তো নদীর ওপার থেকে|
পুরোটা বোঝাও যায় না
কিন্তু নিঃছিদ্র নিরবতার ভেতর এগুলা ভাল লাগে!
কেন লাগে জানি না !
হয়তো এজন্য যে আমি একা নই,
হয়তো আমার মত আরো অনেকে ই জেগে আছে,
পার করছে বিনিদ্র রাত;
সে হয়তো দেবীমূতির পূজারী,
মঞ্চ নাটকের অভিনেতা,
নয়তো সফেদ দাড়ির সৌম পুরুষ
কেউ, কেউ একজন....
২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫৩
এন ইসলাম রনি বলেছেন: ধন্যবাদ, আমিও জানি একসাথে অনেক গুলা কবিতা পড়তে খুব একটা ভালো লাগেনা তারপর যদি এক ই রকম হয় তাহলে তো নয়ই| আসলে এগুলা অনেকদিন থেকে জমা পড়েছিলো আর কবিতার নামকরণ খুব টাফ্ তারপর এগুলা কবিতা হয়েছে কিনা তা নিয়ে কনফিউজ ছিলাম তাই একসাথে ই রাখলাম
২| ২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:০১
মায়াবী ছায়া বলেছেন: কতোটা তফাত্ পাথর ও মানুষে?....... সময়ের প্রয়োজনে মানুষ্কে পাথর হতে হয় তখন হয়তো কোন তফাৎ থাকে না।।
আকাশ কে পাব না জানি
হয়তো তোমাকে পেতে পারি,
হয়তো নয়....... "মাঝে মাঝে কিছু পাওয়া এমনি হয়... হয়ত হয়ত নার মাঝে আটকে থাকে"
একটা কবিতা লেখার জন্য কখনো কখনো জেগে ওঠে এতোটা তৃষ্ণা,
এতোটা অস্থিরতা,
আমি ভাবতেও পারি না !....."হুম কখনো কখনো ভিতর টা চিরে কিছু কথা বের হয়ে আসে তা এক টা বিস্ফরনের সময় সাপেক্ষ হয়ে যায়।।
......অনেক ভাল লাগা কবিতায়।।
ভাল থাকুন।।
৩| ২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৪
না পারভীন বলেছেন: কবিতা হয় কিনা আমিও জানিনা , কবিরা বলতে পারবে । কিন্তু আপনার লেখা পড়তে ভাল লাগে ।
বোধগম্য হয় , আবেগকে ছুঁয়ে যায় । চালিয়ে যান । শুভ কামনা রইল ।
৪| ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:২৫
ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ভালো লাগছে. আবার আসবো। ব্লগ এ দাওয়াত থাকলো।
৫| ২৭ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৩৪
ভারসাম্য বলেছেন: এক সাথে একই রকম কয়েকটি কবিতা হওয়ায়, একাকীত্বের অনুভব বরং আরো বেশি প্রবল ভাবে ছুঁয়ে গেল! কালই পড়েছিলাম। তখন কবিতাগুলো আলাদা মনে করে পড়া হয় নি। এখন আবার পড়লাম। আলাদাভাবেও সবগুলোই প্রায় সম্পূর্ণ কবিতাই মনে হল। তবে আলাদা করে ভাবলে প্রথমটিই ভাল লেগেছে বেশি। অন্য গুলোয় আরেকটু ফাইন টাচের দরকার আছে বোধ করছি।
সব মিলিয়ে অনেক ভাল লাগা!
©somewhere in net ltd.
১| ২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:২০
না পারভীন বলেছেন: ১ম টা পড়লাম । অসাধারণ লাগলো লাইনটি
উদাহরণহীন অদ্বিতীয় শূণ্যতায়
এক পোস্টে অনেক গুলো কবিতা না দেয়ার জন্য অনুরোধ রইল ।