নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কথা ছিল শেষ হবে রক্ত প্রহর একদিন
একদিন রাইফেল ফেলে গিঁটার কাঁধে চলে যাবো অরণ্যের কাছে,
প্রতিটি ভোর রাঙ্গা হবে রক্তের বদলে সূর্যের উষ্ণ আভায়,
থেমে যাবে মটারের শব্দ
নিস্তেজ হবে সকল কামান,
সেদিন আমাদের টিনের চালে থাকবে শুধুই অঝর বর্ষা
এমন দিনে জানালার ধারে বসে কাটিয়ে দেব সারাটি প্রহর।
কথা ছিল ধূলো জমা কবিতার বই ফিরে পাবে সমাদর আমাদের ঘরে,
একদিন ঘরের কোণে থাকবে আবার পড়ার টেবিল,
বারান্দায় আরাম কেদারা
সোন রং কাসার ওজুর বদনা,
উঠোনের ছড়ানো ধানে কবুতরের ঝাঁক।
কথা ছিল ঋণ মুক্ত হবে কৃষক
ফিরে পাবে জোড়া হালের বলদ
মাঠে নামবে আবার প্রবীন লাঙ্গল,
সবুজে ভরে উঠবে মাঠের নিস্ফলা বুক
শ্রমে আর ঘামে উর্বর হবে জমি
ফলবতী হবে বৃক্ষের বাগান
বসন্ত আসবে পাতাঝরা বনে।
কথা ছিল হবে না অন্নের অভাব,
আমাদের উঠোনে থাকবে শস্যের সম্ভার
ঝিলে অতিথি পাখিরা রেখে যাবে শীত শেষে নরম পালক
ঘুলঘুলির চড়ুই দম্পতি দেখবে জোড়া শাবকের মুখ
বৃদ্ধ বটের নামানো ঝুরির তলে বসবে বৈশাখি উত্সব
সেখান থেকেই কিনে নেবো এক গাছি কাচের চুড়ি পরা হাত
জীবনের প্রথম সওদা জিতে যাবো খুব বেশি লাভে।
কথা ছিলো একদিন যুদ্ধের শেষে নিভে গেলে সব সার্চ লাইট
ঝরা ফসলের রাতে হেঁটে যাবো তারার আলোয় মেঠো আইল ধরে,
যাবো নদীর কাছে
ধুয়ে নেব সমস্ত শরীর
খুলে নেবে সে কষ্টের বেড়ি
বিষাদের দাগ,
ভুলে যাবো পেছনের কথা
ক্ষুধা তৃষ্ণা হাহাকার যুদ্ধের স্মৃতি..
কথা ছিল, কথা ছিল একদিন রক্ত প্রহর পেরিয়ে আসবে সমতা
একদিন ফিরে পাবো নতুন জীবন
সুর তুলবে আবার হারানো গিঁটার।
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১৫
হরিপদ কেরাণী বলেছেন: আবেগটা কড়া কিন্তু কবিতাটা কেমন যেন অগোছালো মনে হলো। ওভারঅল বলতে গেলে খারাপ লেখেন নাই। তবে এই কবিতাটার প্রেজেনটেশন আরও ভালোভাবে হতে পারতো। ধন্যবাদ!
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৪
এন ইসলাম রনি বলেছেন: ধন্যবাদ, আসলেই অগোছালো। রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহ্ এর এমন একটি কবিতা আছে অনেক টা সেই এক ই আদলে এটি লেখা, এটাকে প্রিয় কবিতা কে নিজের করার একটা ব্যর্থ চেষ্টা বলতে পারেন
কিন্তু যেহেতু উনার মত গুনি কিংবা কবি কোন টি ই আমি নই তাই মাথায় শুধুই উপমা আর শব্দের ছড়াছড়ি ছিল কিন্তু সে গুলা কি ভাবে এরেন্জ করলে লেখাটি থিম টাকে যথাযথ ভাবে প্রকাশ করবে সে ধারণা ছিল না
৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৫
কাজী দিদার বলেছেন: একদিন ফিরে পাবো নতুন জীবন
সুর তুলবে আবার হারানো গিঁটার।
৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১৩
রাসেলহাসান বলেছেন: আমাদের উঠোনে থাকবে শস্যের সম্ভার
ঝিলে অতিথি পাখিরা রেখে যাবে শীত শেষে নরম পালক
ঘুলঘুলির চড়ুই দম্পতি দেখবে জোড়া শাবকের মুখ।
এই তিনটা লাইন ভালো লেগেছে। সম মিলিয়ে ভালোই।
আরেকটু সাজানো গোছানো হলে মন্দ হতোনা।।
©somewhere in net ltd.
১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১২
এম এ কাশেম বলেছেন: দারুণ কবি...............