নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

এন ইসলাম রনি

এন ইসলাম রনি › বিস্তারিত পোস্টঃ

ঋণ

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪০

কবিতার আসরে স্টেজে তখনো আলো

গ্যালারি অন্ধকার নিস্তব্ধ কুয়াশায় ঢাকা

আমি জানি শ্রোতা রা ঘুমিয়ে গেছে অনেকে

অনেকে পারিবারিক বাক্যলাপে মগ্ন

এতো দীর্ঘ কবিতা মানুষ কে আলোড়িত করে না,

গ্যালারির আসন জুড়ে অবসাদ

ডুবিয়ে নিয়েছে তাদের কে রোজকার বিষাদে,

তবু কবি রা আবেগী কন্ঠে উচ্চারণ করছে

ছুড়ে দিচ্ছে তাদের সৃষ্টি ঘুমন্ত গ্যালারির উদ্দেশ্যে...



শুরুর দিকের করতালি মন্দিভূত হতে হতে এখন গ্রাস হয়েছে নিস্তব্ধতায়,

এখন কবিরা যাচ্ছে আর আসছে,

ভাঙ্গা রেকর্ডের মত উচ্চারণ করছে ভারত বর্ষের ইতিহাস,

মুঙ্গেরের যুদ্ধ,পানি পথ,কনৌজ আর পাটলিপুত্রের স্বর্ণযুগ,

সঞ্চালক ও ড্রেসিং রুমে, হয়তো ঘুমিয়ে পড়েছে;

ক্লান্ত গ্যালারী ক্লান্ত কবি নিজেও

শুধু কবিতা থামছে না

তার কোন ক্লান্তি নেই অক্লান্ত বৃষ্টির মত ঝরে যাচ্ছে আবেগহীন অঝরে।

কবিতার আসরে স্টেজে তখনো আলো

গ্যালারী অন্ধকার..

হঠাত্‍ পেছনের সারি থেকে ভেসে এলো একটি কন্ঠ "এক কথায়, চমত্‍কার"

যেন অপার্থিব কোন সুর পরিয়াজি পাখির ডানায় জলের কম্পন!

আমি বিস্মিত চোখে চেয়ে দেখলাম কুয়াশা কেটে যাচ্ছে

আলোকিত হয়ে উঠছে গ্যালারি,

উজ্জ্বল হয়ে উঠছে শেষ রাতের নক্ষত্রের মতো তোমার চিবুক!

আমার সব কবিতারা লজ্জায় ঝরে গেলো সে রাতে

আর আমার বিস্মিত চোখ দু'টি বলে উঠলো-

চমত্কার এক কথায়!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৩১

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: সুন্দর লিখসেন,

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৫

স্বপ্নবাজ অভি বলেছেন: মুগ্ধপাঠ্য !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.