নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তারপর একসময় সূর্য অস্ত গেল
অস্ত গেল নির্মল সুখের দিন,
স্বপ্ন ফেলে মানুষ তুলে নিল রক্তপিয়াসী অস্ত্র
চুক্তিবদ্ধ ভাড়াটে জীবন,
মূল্যহীন আবেগ ফেলে দিল একে দূর্বলতা মেনে
তারপরও কেউ কেউ মানুষ হলো না
ছুটে গেল সমুদ্রের কাছে
ধর্মীয় উপাসনালয়ে
কেউ বা মশালের কাছে
পরিবর্তনের স্বপ্নে রাতারাতি নেমে গেল নিজেও কয়েক স্তর।
আজ বিস্তর ঝড়ের শেষে
নির্ঘুম সমুদ্রের কাছে নিঃস্ব হয়ে ফিরে গেছে তারা
বিতাড়িত পতঙ্গের মত তপ্ত চিমনি থেকে
পর্যুদস্ত ভগ্নদশায় ভগ্ন শির ও উরুতে;
চোখের ভেতর এক গভীর ছায়া নিয়ে ফিরে গেছে তারা যে যার আবাসে
সে কোন প্রেম নয়
ক্লান্তি নয়
দমিত আবেগ নয়
এক গভীর বিষাদের রেখা,
মানুষের জঠরে বেড়া ওঠা মানুষের ঘৃণা..
তারপরও, কেউ কেউ মানুষ হলো না,
পাপ ধুতে ছুটে গেল পঙ্কিল সমুদ্রে ই
২| ০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১১:২০
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগলো।।
©somewhere in net ltd.
১| ০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১১:০৬
পরিবেশ বন্ধু বলেছেন: অপূর্ব লেখনী