নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

এন ইসলাম রনি

এন ইসলাম রনি › বিস্তারিত পোস্টঃ

নদীর উপকথা

১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫০

একটা নদী পাহাড়ের নিচে লোক লোকালয় দেখতে যেয়ে
হোঁচট খেয়ে পড়ে গেল সমতলে
উঠতে যেয়ে উল্টোদিকে গড়িয়ে গেল ধানী জমির ভেতর দিয়ে
দু পাশে গ্রাম পৃথক করে,
সকলে বললো তাকে হতকছাড়া
চোখ খেয়েছিস পথ আর পাসনে বুঝি, এ আবার কেমন তর চলা!
রেগে সেও কিছুটা উঠলো ফুঁসে
ভাঙলো উঠোন লাউ এর মাচান টিনের চালা,
নাম হলো তার অলক্ষুনী কীর্তিনাশা;
তবু ভাটির দেশে গাঁয়ের বধু নাইতে এলো দুপুর বেলা,
নাও ভাসিয়ে মাঝি তাকে গান শোনালো
মৌন বিকেলে উদাস করা,
সেও অকৃপন হাতে নৌকো দিলো মাছের রূপলী আঁশে ভরে,
বিছিয়ে দিলো নরম পলি দু তীরে জলের কোলে,
আদান প্রদান মান অভিমান সখ্য সেই থেকে;
কেউ তাকে বললো দেবী
কেউ বললো ঘর পালানো দুষ্টু মেয়ে আদুরে চঞ্চলা,
আমরা তাকে পদ্মা বলে চিনি
ঐশ্বর্যময়ী এক সদা দুরন্ত স্রোতস্বিনী।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩৭

আব্বাস বলেছেন: পদ্মার চিরায়ত রূপের চিত্রণ, সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.