![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১.
পা রাখবো কোথায় রাখবো কোথায় দেহ
চার দিকে জল বিশাল সাগর
আপন নেই কেহ
তুমি তখন নতুন চরের জমি
বদ্বীপ বলে ডাকি
আঁকলে বসত ভিটা দেওরীতে
খাঁচায় বাঁধা পাখি
বুকে তোমার দাঁড়িয়ে আবার তোমায় বুকে রাখি।
২.
একদিন মেঘ হবো, রোদ চুরি করা মেঘ,
একদিন শিশির হয়ে গোলাপের পাপড়ি তে দিয়ে যাবো সাত শ কোটি চুমু
পাখি হয়ে পেড়িয়ে যাব উত্তরের হিমালয়
ঘুরে আসবো নিষিদ্ধ তিব্বত নিষেধাজ্ঞা ভেঙ্গে,
যদি না ডাক, যদি ভুলে যাও তবু বার বার ফিরে আসব
বর্ষায় দু পা ডোবাব
তোমার লেকে রেখে যাব স্মৃতির পালক
যত্ন করে তুলে রেখো বুকের আলমারিতে মাটির এলবাম খুলে।
©somewhere in net ltd.