নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার আসার কথা ছিল, আসনি;
তাই এই পৃথিবী র ম্যাপ হারিয়ে
ঘুরলাম শুধু পূর্ব থেকে পশ্চিম মুখে
আঁধার নদী সাঁতরে গেলাম নবীন চরে
তবু কোথাও কোন ঠাঁই হলো, এলো না স্থিতিরতা;
আমার ভেতরে এক কোটি বছর ধরে শুধু বৃষ্টি হলো
আকাশ থেকে ঝরলো আগুন ঘূর্ণিঝড়ে
বাতাস শুধু একদিক ওদিক দৌড়ে গেল হাহাকারে শূণ্য বুকে
হাজার খানেক জলোস্বাসে ভাঙলো অনেক বসত ভিটা
অনেক চরের ভূমি মিলিয়ে গেল নদীর খাদে।
তোমার আসার কথা ছিল, আসনি;
তাই এ পৃথিবী র ভালবাসা নষ্ট ঘরে সস্তা কিছু কাগজে বিকিয়ে যাওয়া নষ্ট কথা।
©somewhere in net ltd.