নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন বনে যাব ভাবি,
এক টুকরো মাটি পেলে দু পা পুঁতে দাবি করবো মালিকানা
তারপর উঠে যাব আকাশের দিকে,
দু বাহু গাছেদের কাঁধে রেখে দিলেও তারা কিছু বলবে বলে মনে হয় না;
তোমাদের উত্পাদনহীন পোড়া মাটির শহর দেখতে দেখতে আমি ক্লান্ত
আর এই হাত দু'টি পকেটে পকেটে বয়ে বেড়াতে বেড়াতে তা এখন অসম্ভব ভারী;
আর কত ময়লা মাখবে এ হাত?
সৌজন্যের নামে আর কত আত্মার বিরুদ্ধে এগিয়ে যাবে সে তোমাদের করমর্দনে?
একদিন বনে যাব ভাবি,
কাগজের ফুল ফেলে একদিন অন্তত একটি সত্য ফুল ফোঁটাব হাতের তালুতে।
©somewhere in net ltd.