নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগুন লাগেনি কোথাও, লাগার আগেই নেভাতে তত্পর ছিল দমকলের গাড়ি
তবু চারদিকে অবশেষে পুড়ে ছাই,
একটা মন জ্বলে গেছে আলস্যে জ্যোত্স্নায়।
ছিল না প্রেম তবু বিরহ দুঃপ্রাপ্য নয়
যেমন স্পর্শহীনতায় হয়নি ক্ষত র অভাব,
আরোগ্য দুর্লভ জানি -এ কালব্যাধি,
তবে আরোগ্য চেয়েছে কে?
আমি তো সজীব করে রেখে দিই অপ্রেমের চুম্বনের দাগ স্পর্শহীন ক্ষতয় শূন্যতাকে শূন্যতায় গেঁথে;
প্রেম নেই তবু আছে কোন এক নৈঋত কোণে,
বেঁচে আছি এই প্রিয় বিরহ ব্যথা— প্রত্যাখান ধরে।
©somewhere in net ltd.
১| ০৩ রা মে, ২০১৫ রাত ১০:২৭
অবনি মণি বলেছেন: ছিল না প্রেম তবু বিরহ দুঃপ্রাপ্য নয়
যেমন স্পর্শহীনতায় হয়নি ক্ষত র অভাব,
ভালোলাগা !