নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রিংটোন টা ডিলিট করেছি সেই কবে
তারপরও এখনো মাঝরাতে প্রায় ই ওটা বেজে উঠে,
ঘুম ভেঙ্গে যায়
ফোন টা নিরব পড়ে থাকে বালিশের পাশে,
ফোন টা অন্ধকার;
এখনো রাস্তায় ভীড়ে ওটা কারো ফোনে বেঁজে উঠলে ভুল করে পকেটে হাত দিই
ভুল ভাঙলে খুঁজতে থাকি শব্দের উত্স-
পৃথিবীর আর একজন সুখি মানুষ।
২| ১১ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩
যাযাবর জিয়া বলেছেন: চমৎকার কাব্যিকতট। কবির কাব্যবোধ প্রখর।
৩| ১১ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৪১
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: +++্
©somewhere in net ltd.
১| ১১ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:০২
মোঃ শিলন রেজা বলেছেন: খুবই আবেগি কবিতা। অল্পতেই মনের কথা খুলে বলে ফেললাম। অসাধারন।