![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১।
আমরা রোদের কথা বলতে বলতে বাঁরান্দার দখল নিলো একটা ঝড়ের মেঘ
আর একটা তুমুল বর্ষা আমাদের ভেতর,
আমরা রেডিওর নব ঘোরালাম
একের পর এক স্টেশন বদলেও হাজার মাইলের ভেতর কোন দূর্যোগের পূর্বাভাস পেলাম না
অথচ এক ভয়াল টর্নেড ছিঁড়ে নিয়ে গেল শার্টের প্রতিটি বোতাম।
২।
কিছু মানুষ স্বপ্ন দেখতেই জানে না
কিছু মানুষ স্বপ্নেই বাস করে
আর কিছু স্বপ্ন কে টেনে আনে ধূলো মাটির এই বৈরী পৃথিবীতে
মানুষ এই তিন প্রকার,
প্রত্যেকের ভেতর স্বপ্ন আর বাস্তবের মাঝের ফারাক!
৩।
মানুষ গুলো যাদের খবর রাখে
মানুষ গুলো জানেও না
কি টর্নেড বইছে কোথায় কোন নদীতে ভাঙন খুব
কে কোথায় দুঃখ রাখে
কখন সে অসুখ দিয়ে ভরছে বুক।
৪।
একদিন এক স্রোতস্বিনী নদী আমাদের অনুভূতির সব উত্তাল ঢেউ নিয়ে পৌঁছে যাবে স্বর্গের
তীর, ছুঁয়ে যাবে ঈশ্বরের সাগর সীমান্ত প্রবাল।
একদিন ঈশ্বরের সোনার জাহাজ শান্ত সমুদ্রের নৌ বিহার ছেড়ে নোঙড় ফেলবে আমাদের অশান্ত প্রোতাশ্রয়ে,
তাই এই বাতিঘরে দিন রাত বাতি জ্বেলে রাখা।
মানুষ তো খুব সহজেই পথ হারায়।
৫।
আকাশ থেকে মুছে গেছে সব আলো
নদীর শরীর থেকেও একে একে চলে গেছে নাও
শেষ আলো জ্বেলে থাকা ডিঙি,
এভাবে মুছে যায় সমস্ত চিহ্ন একে একে
নক্ষত্র শূণ্য আকাশ ফিসফিস করে বলে- জানো আমিও আসলে নেই
তবু বোকা ছেলেটা একমনে থাকে তাকিয়েই
৬।
শিশিরের মত বৃষ্টি পড়ছে এ ভোরে
জানালার ওপাশে ক্লান্ত ঘরের কোণে
মনে হয় যেন বাড়ি টা কালিংপং কিংবা নীলগিরি র কোন পাহাড়ের কোলে
কুয়াশার মত মেঘ ছুঁয়ে আছে ব্যালকোনি টা
এ পুন্য প্রভাত আগলে বাহুডোরে..
৭।
নরম মেঘের চাদরে সারা দিন ঢেকে ছিল শহর
আর রাস্তগুলো ছিল তুষারের মত হেলেদুলে নেমে আসা জলকণায় ভেজা
মানুষ গুলো এর ভেতর ই যে যার কাজে পা চালিয়েছে রোজকার থেকে একটু দ্রুত
অনেকে মাথার উপর চড়িয়েছে রঙিন ছাতা
আজ চোখের পাপড়ি আর চুলে জলের মুক্তো নিয়ে কেউ দরজায় এলে দরজা খুলবে তো সে ?
৮।
অবশেষে মেঘেরা নেমে এলো দীঘির টলটলে জলে
আর একটা বনবাসী পাখি উড়ে গেল ডেকে-
ওপাশের জঙ্গলে
দীঘির জলে মেঘের ছায়ায় পালক টি রেখে।
©somewhere in net ltd.