![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১.
কেউ ভালবেসে ছোঁয়,
কেউ ছোঁবে বলে ভালবাসে,
কেউ ভালবাসে বলে ছোঁয় না,
নষ্ট এ মন শঙ্কাতে সারাক্ষণ প্রলোভন এর ফাঁদ পাতে- যদি ছোঁয়,
বলে টিপ টা পড়েছে বা পাশে, এসো লাগিয়ে দেই ওটা দু নয়নের মাঝে।
তার শুধু ভালমানুষী অভিনয়
সে শুধু টিপ টুকুই ছোঁয়, ছোঁয় না কপাল,
অনুমতি নিয়ে পকেটের রুমালটাই ছুঁয়ে যায় ল্যাপটানো কাজল,
দু ইঞ্চি ব্যবধানে দাঁড়িয়ে দুজন!
ভালবাসলে ভালবাসবো না
তবু এই না ভালবাসাতেই যেন মরণ!
এতো ভাল ভাল নয়, ঈর্ষা হয়,
নিজের দেখি একা আনমনে অতলে পতন!
২.
আমি যেন একটা রাত জাগা কাচপোকা
তোমায় আলো ভেবে এগিয়ে যাচ্ছি
নিশ্চিত মরণের দিকে তপ্ত চিমনীতে,
একটা একটা করে ভালবাসা তুলে নিয়ে যাচ্ছি
একটা একটা করে স্বপ্ন পায়ে পিষে যাচ্ছি
পেরিয়ে যাচ্ছি বাধার পাহাড়
পূর্বের বন্ধুর পথ,
যত বার ফিরতে চাচ্ছি আরো এগিয়ে যাচ্ছি
আর ফেরা ই হচ্ছে না
পেছনে পথের চিহ্ন ধুয়ে যাচ্ছে একের পর এক বর্ষায়,
পৃথিবীর অপর পাশের এক প্রবল জোয়ার সৃষ্টি করছে এপাশে ভয়াল ভাটার
উপকূলে আসহায় আঁচরের চিহ্ন ছাড়া কিছুই রাখছে না আমার...
৩.
জানি তুমি কবিতাকে ঘৃণা কর, এখন আমাকে যেমন,
নিমগ্নতা কাটিয়ে ফেলো মুগ্ধ হবার আগেই
দোষারোপ করো অক্ষরে আর প্রয়োগের ভুল,
ওদিকে গোপনে সিঁড়ি ভাঙে কেউ
জট লাগে শেকড়ে
অভিমান নামের গাছটি বেড়ে ওঠে দৃঢ় হয় মাটির উপর।
কে কার দখল নিলো, হিসাবের ভুল,
আঁততায়ী আঁধার ছাপিয়ে যায় সমুদ্র কূল....
©somewhere in net ltd.