নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

এন ইসলাম রনি

এন ইসলাম রনি › বিস্তারিত পোস্টঃ

কি‬ নিয়ে কবিতা হতে পারে?

০১ লা আগস্ট, ২০১৫ বিকাল ৪:২১

কি নিয়ে কবিতা হতে পারে-
জানালার সবুজ কাচ, রাস্তার দু ধারের সরলবর্গীয় বৃক্ষ, নাকি মেঝেতে প্রজাপতির ভেঙ্গে পড়ে থাকা পাখা, অপূর্ণ চাঁদ, স্বপ্নে বিদ্যুচ্চমকে জেগে উঠা পূর্বপুরুষের সমাধী..?
কি নিয়ে কবিতা হতে পারে?
স্বপ্নের প্রতিবিম্ব ভাঙ্গে যে বিষাদের চোখে
আর তার ছায়া'রা ঝুলে থাকে এবাড়ি ওবাড়ির কার্নিশে কার্নিশে,
যে চোখ চেনে সব মদপ্র হেলুসিয়েশন, নর নারীর গোপন দুর্ভিক্ষ, আকাক্ষার বায়বীয় প্রেম,
প্রসাধনে বনসাই করা যৌবন, চেনে সদাহাস্যজ্জ্বল ছেলেটার বুকের বাদামী জখম, যে একটা মহাকালের কবিতা নিয়ে হাঁটে সে চোখ ও জানে না কি নিয়ে কবিতা হতে পারে
সে শুধু ই ঘুরে ফিরে দারস্থ হয় একজন কেউ যে আছে!
কি নিয়ে কবিতা হতে পারে?
শব্দভূক 'তুমি' ছাড়া আর কিসে কবিতা লেখা হয়?

যে মানুষ নিজের বস্ত্র নিজহাতে বুনে নিয়েছে তাঁতে,
মাটিতে ফলিয়েছে ফসল, গড়েছে পানীয়ের মৃত্পাত্র
আমরা সে মানুষ নই,
আমাদের প্রতিটি আসবাব পরিধেয় বস্ত্র পানীয়ে আঁটা রিটেইল প্রাইজ
আমাদের সব সম্পর্কের দুয়ারের চৌকাঠে অহিংস যুদ্ধ নীতি,
ধ্বংশ ছাড়া আমরা আর কিই বা সৃষ্টি করতে পারি মূল্যহীন এই বৈরী জীবনে ?
প্রেম নিষ্ঠুরতা আর হিংস্রতার চিত্রকল্পের যৌবন এঁকে এঁকে কি লিখতে পারি কবিতার প্রতিটি পংক্তির শেষে মৃত্যুবিন্দুতে আলিঙ্গন করে
অখণ্ড মৃত্যু থেকে খসে পড়া মৃত্যুর ভগ্নাংশে এসে?
কি‬ নিয়ে কবিতা হতে পারে?

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৫ বিকাল ৪:২৯

লেখোয়াড়. বলেছেন:
ভাল লিখেছেন, ভাল লাগল।
পৃথিবীর সবকিছু নিয়ে কবিতা হতে পারে!!

২| ০১ লা আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩৫

কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভাললাগা । ++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.