![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে যার শহরে একা একা দীর্ঘ দুর্যোগে
ঋতুচক্রে চলে আসা তীব্রশীতের রূপলী কুয়াশায় ভিজে
কাতড়ায় জলমগ্ন এক পোর্ট্রেট বুক,
ব্যাখ্যার সন্নিকটে এসে পুনঃবার জন্মান্ধ হই
ফিরে যায় নিজ নিজ প্রপাত গুটিয়ে,
তুলে নিই ঘাসের বীজ একটা একটা করে
আর জলমগ্ন এক মরুভূমি পোড়ে জলের ই গভীরে,
এর নাম সুখ! এর নাম ভাল থাকা!
যে যার শহরে একা একা একা!
২| ০২ রা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৫১
মিন্টুর নগর সংবাদ বলেছেন: যে যার শহরে একা একা একা!
ঠিক হয়েছে দারুন লাগল ।
©somewhere in net ltd.
১|
০২ রা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২৩
বিল্লাল হোসাইন বলেছেন: Kuv valo laglo ...