![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বানের জলে ভাসিয়েছো ঘর
দাবানল জ্বেলে পুড়িয়েছো ক্ষেত অরণ্য সমুদ্র প্রবাল
মরুভূমি সেঁদিয়ে দিয়েছো বুকে দু হাত।
এইখানে জাহান্নাম।
উচ্ছন্ন বামন চাঁদ যায় হেসে হেসে
অক্ষমতা দেখে ভাগ্য উল্টিয়ে নক্ষত্রে
শেষ করে অঙ্কুর একটা একটা করে যাতাকলে পিষে
তারপরও তোমার নাম মন্ডপে মন্ডপে ধূপে আর ভক্তির ভজন সঙ্গীতে !
আর কতটা তোমার চাই?
কতটা পেলে তোমার প্রাপ্য টুকু বুঝিয়ে দেওয়া হবে,
কতটা নতজানু হলে তোমার প্রভুত্বের স্বাদ মেটে?
©somewhere in net ltd.