![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৪।
আমি নিজেকে ছাড়া কিছু ভাবি না
তোমাকে নিয়েও না
কে তোমার শার্ট ধোয় প্যান্ট লন্ড্রিতে নেয়
কে আড় চোখে তাকায়-
একদম ভাবি না,
আমি শুধু নিজেকে নিয়ে ভাবি,
ভেবে ভেবে পাগল হয়ে গেছি
এসব ই একদম পাগলামী।
৫।
কে তোমার ঘরে আলো জ্বালে
আমি নিজেও তো নিজের ঘরে আলো জ্বালি না !
তবু তোমার বন্ধ ঘরে একটা মোমবাতি জ্বেলে রেখে আসতে ইচ্ছে হয়
নিজেকে দেখাবার জন্য ও তো অজুহাত লাগে,
আগুনের রূপনিয়ে জন্ম নিইনি
তবে আগুন পাশে রাখি
যাতে পড়ে নিতে পারো এ মুখ চোখ ঠোঁটে লেখা সব খবর।
৬।
সে অপেক্ষায় রাখে,
জলে চলাৎ শব্দ তুলে তার কথার সাম্পান আসে না
উঠোনে ঝরে না বৃষ্টি র কথা মালা,
কলতলায় বসে থাকি একা
কাপড় কাচে হাতের চুড়ি নাচিয়ে রহিমার মা
লেবু ফুল কখন ফোঁটে? কখন তোমার একটা দুঃখ কবিতা লেখা শেষ হবে?
আমি তোমার কে,
তোমাকে তুমি বলার অধিকার ও নেই!
তবু দাবী করে বসে আছি-
দেখ কি র্নিলজ্জ..
বেহায়াপনা দেখতেও তো এগাঁয়ের লোক জল ঠেলে ও গাঁয়ে যায়!
জলের বুকে সাম্পান গুলো ভাসে এঘাটে আসে না, সে আসে না...
©somewhere in net ltd.