![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১।
কোন স্মৃতিতে কি বেঁচে আছি?
কোন অবচেতন ক্ষোভে?
যে পৃথিবীতে আলো পড়ে না
পাতা ঝরে, শুধু পাতাই ঝরে রাত দিন বার মাস ধরে?
২।
আমার স্বপ্ন গুলো নিয়ে তুমি খেলা করো, যাকে তুমি সাজাও,
অভিযোগ নেই আমি স্বপ্ন বেচেই ফিরি,
এ নদীতল থেকে যতটুকু জল তুমি নিয়ে গেলে
আমি নিয়েছি তার থেকে বেশি সুভেনিয়র রূপে নুড়ি।
৩।
বিনুনীর মত এঁকে বেঁকে জড়িয়ে মিশে থাকা দু'টি শাখা
যার একটা আমি অন্য টা তুই
শেষে কিন্তু আবার সেই বিভেদ, শুরুতে যেমন,
মাঝে কিছুক্ষণ পাশাপাশি থাকা,
বাহ, চমত্কা র জমাট বুনন !
৪।
আমরা সবাই উপন্যাসের মত জীবন চাই
যে জীবনে জরা নেই দুঃখ নেই বিরহ নেই
অথচ ভালবাসি ট্রাজিক উপন্যাস-
ভালবাসা র অকাল প্রয়াণ!
৫।
এসো মেঘ বৃষ্টি এই রোদের তলে
একবার ভালবেসে ছুঁই,
যা থাকে থাক পাপ পুন্যের খাতায় লেখা মৃত্যুর পরে।
৬।
হাত বাড়িয়ে ধরতে যাবো যে,
ধরবো কাকে? হাতের কাছে কেও কি আর থাকে?
হাত বাড়িয়ে তাই ধরতে হলো রাত
মানুষ গুলো শুধু স্বপ্নে ই হাতে হাত রাখে!
৭।
আজ সারাদিন বৃষ্টি হলো ভীষণ
এলোমেলো আমি বসে জানলা পাশে
উপন্যাসে কুড়িয়ে নিলাম দুঃখ ব্যথা হাসির কিছু ক্ষণ
নিজের সাথে মিলিয়ে নেওয়া র মত
এই মিথ্যে গল্পে যত
আমার তত প্রিয় হয়ে যায় সেই উপন্যাসের যুগল!
৮।
অনুতাপ নেই অথচ দীর্ঘশ্বাস বেঁচে আছে,
ভেতরে জ্বলন্ত চুল্লি
বাইরে চিমনী ঝকঝকিয়ে হাসে!
©somewhere in net ltd.