![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১।
যেতে নাহি দিব
তবু যেতে দিতে হয়
পরানের ভেতরের পরানে
শুধু ভাঙচুর শুধু লয়।
২।
আকাশ টা অন্ধকার করে বৃষ্টি আসছে
নদীর পানিতে ছড়িয়ে পড়েছে মেঘের ছায়া
আমার শুধু বর্ষানদী উজান বাওয়া।
৩।
শূণ্যতাকে আকাশ নামে চিনি
এ শূণ্যতার কাছেই ঋণী...
৪।
অন্ধকার- একটি জোনাকি যত্সামান্য আলো,
একটি চাঁদ- নিরুত্তাপ নীরবে জ্যোত্স্না হারালো
৫।
আগুনের পাশে সবকিছু আগুনের মত লাগে
কিছু তবু অঙ্গার হয় ঐ আগুনের ই আঁচে !
•৬।
এসো দূরত্ব নিয়ে আমরা কিছুক্ষণ খেলি
দেখি কে কতটা দূরে যেতে পারি, ভুলে যেতে পারি।
৭।
মগ্নতার দৃষ্টি থেকে ঝরে যাক ধূলো বালি মানুষের শাপ
আমাদের চার হাত বিশ আঙুলে বেড়ে যাক পার্থিব পাপ।
৮।
দু আঙুলের ফাঁকে থাকে আর একটি আঙুল ছোঁয়ার সাধ
যেখানে জ্বেলেছি একটুকরো জ্বলন্ত বিষাদ।
©somewhere in net ltd.
১|
১৩ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৫৬
বাড্ডা ঢাকা বলেছেন: দারুন কবিতা ভালোলাগল ।