![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পলিতে পলিতে ছেয়ে গেছে দেশ
এখন জমি খুব উর্বরা
এখন এখানে সব কিছুর বাড়ন্ত শরীর-
ভক্তি, শ্রদ্ধা, দেশপ্রেম, গুম, খুন, ধর্ষণ
বীজ ফেললেই ফলবতী গাছ;
কে চেয়েছিল এই পলির পরত
কোন বানে ভেসে এলো ভাসন্ত শবের জাহাজ !
মধ্যরাত পেরিয়ে এলে তবে সারেঙ এর গলা শুনি,
ঝুঁকে দেখি মাটি নেই তলে সেখানে অতল নদী
ছাঁয়া নিয়ে চলে গেছে অগোচরে স্রোত,
দাঁড়ানো ডেকে, দুকূলহারা জলে ভাসন্ত শবের জাহাজ !
©somewhere in net ltd.
১|
১৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:০৪
সুমন কর বলেছেন: ভালো লাগল। প্লাস।